Header Ads

জমির জবর দখলদারি প্রতিরোধে গুরুতর আহত দুই৷


নজরবন্দি, আসানসোলঃঘটনাটি আসানসোল উঃ থানা এলাকার কন্যাপুর ফাঁড়ির অন্তর্গত হাট গাড়ুই মৌজার৷গাড়ুই ব্রীজ সংলগ্ন এলাকায় রঘুনাথ বাটি গ্রাম নিবাসী মণ্ডল পরিবারের ১২বিঘা জমি রয়েছে৷যে জমির দখলদারিকে কেন্দ্র করে বিবাদ৷বর্তমানে ওই এলাকায় এক জমি মাফিয়া গায়ের জোরে বেশ কিছু জমি দখল করে
বেআইনি ভাবে প্লট করে বিক্রি করছে বলে অভিযোগ৷তারই দলের লোক হিসাবে পরিচিত মরিচকোঠা নিবাসী সঞ্জয় বাউরি ও মুখার্জী৷যারা জোর করে মণ্ডল পরিবারের ওই ১২ বিঘা জমি দখল করে মাটি ভরাটের কাজ শুরু করে দেয়৷এই খবর পেয়ে মণ্ডল পরিবারের সাত ভাইয়ের দুই ভাই (অবনী মণ্ডল ও তপন মণ্ডল)সাথে কিছু লোকজন নিয়ে বাধা দিতে গেলে,সঞ্জয় ও মুখার্জী এবং তাদের দলের লোকের কাছে বেধড়ক মার খায়৷গুরুতর আহত অবস্থায় তারা কন্যাপুর ফাঁড়িতে অভিযোগ জানাতে গেলে,পুলিশ পরিস্থিতির গুরুত্ব বুঝে তাদের চিকিৎসার জন্যে  আসানসোল জেলা হাসপাতালে পাঠায়৷বর্তমানে তপন মণ্ডল গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন৷তবে অবনী বাবুর কথা 

অনুসারে,দীর্ঘদিন ধরেই তাদের ওই ১২বিঘা জমির দখলদারি ছেড়ে দেওয়ার জন্যে চাপ সৃষ্টি করা হচ্ছে৷প্রয়োজনে তাদের বাড়িতে গিয়ে ইতিপূর্বে আগ্নেয়াস্ত্র নিয়ে হুমকিও দেওয়া হয়েছে৷কিন্তু তারা জমি ছাড়তে ও বিক্রি করতে রাজি না হওয়ায়,শেষ পর্যন্ত এ ভাবে তাদের জমি কেড়ে নিতে চাইছে৷আসলে এর পিছনে রয়েছে ওই অঞ্চলের এক বিখ্যাত জমি মাফিয়া৷তাই পুলিশ প্রশাসন থেকে মন্ত্রীস্তর পর্যন্ত বারবার জানিয়েও কোনও সুরাহা পাওয়া যাচ্ছে না৷শুক্রবার মণ্ডল পরিবারের বাড়িতে বিয়ের অনুষ্ঠান রয়েছে৷অথচ এই ঘটনার প্রেক্ষিতে পরিবারের সবাই আতঙ্কিত হয়ে পড়েছে,নির্বিঘ্নে তাদের বাড়ির অনুষ্ঠানটি শেষ হবে তো?যদিও প্রশাসন এ বিষয়ে এখনো নিরুত্ত্বর৷ 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.