Header Ads

হরিবাসরের মূর্তি ভাঙাকে কেন্দ্র করে উত্তপ্ত কুমারগঞ্জ।


নজরবন্দি, বালুরঘাট: মূর্তি ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিল দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্তে নেমে আলোচনার ভিত্তিতে এলাকার বাসিন্দাদের কিছুটা ক্ষোভ প্রশমিত করতে পারলেও এখনও পর্যন্ত এই ঘটনার সাথে যুক্ত দোষীদের গ্রেফতার করতে না পারায় এলাকার বাসিন্দাদের মধ্যে চাপা উত্তেজনা লক্ষ করা যাচ্ছে।
পাশাপাশি এলাকায় পুলিশ মজুত করা হয়েছে। কুমারগঞ্জ থানা সূত্রে জানা গেছে, এলাকার জাকিরপুর অঞ্চলের হাটখোলায় নববর্ষের দিন থেকে হরিবাসর চলছিল। আজ দুপুরে মহাপ্রভুর ভোগ নিবেদন করার পর সেই হরিবাসর সমাপ্তি উদযাপিত করত স্থানীয় বাসিন্দারা ও উৎসব কমিটি। জানা গেছে, গতকাল গভীর রাত্রে উৎসব কমিটির লোকজন ও স্থানীয় ভক্তরা নাম গান সেরে নিজ নিজ বাড়ি ফিরে যান। কিন্তু আজ ভোরের আলো ফুটতেই এলাকার বাসিন্দারা দেখতে পান হরিবাসরের আসর তছনছের পাশাপাশি প্রতিমা কে বা কারা ভাঙচুর চালিয়ে সব লন্ডভন্ড করে দিয়েছে।
এরপরেই খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। ইতিমধ্যে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছলে বড় কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো গিয়েছে বলে স্থানীয় বাসিন্দা ও পুলিশের অনুমান। যদিও এখন ও উত্তেজনা রয়েছে কেননা পুলিশ এখনও এই ঘটনার সাথে কাউকে গ্রেফতার করে উঠতে পারেনি। কুমারগঞ্জ থানার ওসি পার্থ ঝা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দোষীদের গ্রেফতারের সব রকম প্রচেষ্টা চলছে। পাশাপাশি তদন্ত শুরু করা হয়েছে বলে তিনি জানান।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.