Header Ads

নির্বাচনের আগে বদলি চোপরা থানার আইসি।


নকরবন্দি ব্যুরোঃ পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষনা হয়ে গেছে রাজ্যে। তবে আদালতে মামলার জটে নির্বাচন নিয়ে সৃষ্টি হয়েছে বেশ খানিকটা অনিশ্চয়তা। আদালতের সিঙ্গল বেঞ্চে মঙ্গলবারও ছিল স্থগিতাদেশ।
আজ ফের শুনানি রয়েছে। এই অবস্থায় বদলি করা হল চোপরা থানার আইসি গৌতম রায়কে। গৌতম রায়ের জায়গায় আনা হয়েছে পার্থসারথি মজুমদারকে। গৌতম বাবুকে স্থানান্তরিত করা হয়েছে বুনিয়াদপুরে কোর্ট ইনসপেক্টর পদে। কি কারণে গৌতম রায়কে বদলি করা হল তা এখনো স্পষ্ট নয়। তবে এর পেছনে ১৪ এপ্রিলের জের থাকতে পারে বলে মনে করা হচ্ছে। ওইদিন ভোটের মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে চোপরার লালবাজার এলাকা। বৈশাখি কর্মকার নামে এক কংগ্রেস কর্মী খুন হন। এই ঘটনায় এলাকার থানার আইসি গৌতম রায়ের ভূমিকায় যথেষ্ট সন্তুষ্ট নয় প্রশাসনের কর্তারা। আর তারই প্রভাব এই বদলি, মনে করা হচ্ছে
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.