নিজের দত্তক নেওয়া আদর্শ গ্রামেই বিক্ষোভের মুখোমুখি বিজেপি সাংসদ বাবুল!
নিজস্ব প্রতিনিধি, আসানসোলঃ—আসানসোল কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে আসানসোলের মাইথন সংলগ্ন সীধাবাড়ি গ্রামটিকে আদর্শ গ্রাম গড়ে তোলার লক্ষে দত্তক নিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রীয়৷
কিন্তু গ্রামে ঢুকতে আদর্শ গ্রামের সাইনবোর্ড লাগানো হলেও প্রকৃত পরিষেবা থেকে বঞ্চিত এই গ্রাম৷না আছে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা,না আছে শৌচালয়৷যেন সময়ের বুকে দাঁড়িয়ে আদর্শ গ্রামের তকমাকেই বিদ্রুপ করছে এই গ্রাম৷কথায় বলে ভোট বড় বালাই৷তাই পঞ্চায়েত ভোট এগিয়ে আসতেই আদর্শ গ্রামের কথা মনে পড়ে সাংসদের৷
সীধাবাড়ি গ্রাম পরিদর্শনে গিয়ে গ্রামের জনগণের কাছে বিক্ষোভের সম্মুখিন হলেন সাংসদ বাবুল৷বাবুলকে ঘিরে ধরে নিজেদের অপ্রাপ্তির ক্ষোভগুলি উগরে দেন এলাকার জনগণ৷পাশাপাশি এদিন বাবুল চিত্তরঞ্জনের আল্লাডি অঞ্চলে একটি স্কুলেও পরিকাঠামোগত উন্নয়ন দেখতে হাজির হন৷
Loading...
কোন মন্তব্য নেই