Header Ads

হাসিনের নতুন অভিযোগ সামির বিরুদ্ধে। কি? পড়ুন।


নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় পেসার মহম্মদ সামির বিরুদ্ধে কিছুদিন আগে হাসিন জাহান অভিযোগ এনেছিলেন হিংসা, বিবাহ বহির্ভূত সম্পর্ক, বধু নির্যাতন, ধর্ষণ ও খুনের চেষ্টার। এবার হাসিন অভিযোগ আনলেন বয়েস ভাঁড়ানোর।
তিনি তার ফেসবুকে সামির ড্রাইভিং লাইসেন্স-এর ছবি পোস্ট করে বলেছেন, "বন্ধুরা এই হল সামির আসল বয়স। ও একটা জাল পরিচয় পত্র তৈরি করে জন্মসাল ১৯৯০ দেখিয়েছে। সিএবি ও বিসিসিআই-কে বোকা বানিয়ে অনুর্ধ ২২ দলে সুযোগ পেয়েছিল। ড্রাইভিং লাইসেন্সে সামির জন্ম তারিখ দেওয়া আছে, ৫ মে ১৯৮২। আর ভারতীয় বোর্ডের খাতায় জন্ম তারিখ ৩ সেপ্টেম্বর ১৯৯০। অর্থাৎ লাইসেন্স অনুযায়ী, সামির এই মুহূর্তে বয়স ৩৬ বছর। কিন্তু বিসিসিআই-এর খাতায় তার বয়স ২৭ বছর। হাসিনের বক্তব্য, বয়স কমিয়ে ভারতীয় দলে ঢুকেছিল সামি। প্রসঙ্গত, কিছুক্ষণ পরে সেই পোস্টটি ডিলিট করে দেওয়া হয়। হাসিনের পরপর এই অভিযোগের পরে আবার নতুন করে ভারতীয় বোর্ড তদন্ত শুরু করে কিনা সেটাই দেখার।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.