উন্নয়নের রাজ্যে মেয়াদ উত্তীর্ণ ওষুধ খেয়ে অসুস্থ চার মাসের শিশু।
নজরবন্দি ব্যুরোঃ ৩৪ বছরের বাম সাসনের অবসানের
পর পরিবর্তন এসেছিল বাংলার বুকে। সরকার গড়েছে তৃণমূল, যার প্রধান কাণ্ডারি মমতা
বন্দ্যোপাধ্যায়। দুটি পর্বে মুখ্যমন্ত্রীত্ব করছেন তিনি। মুখ্যমন্ত্রীর সাথে সাথে
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীও তিনি। স্বাস্থ্যমন্ত্রী হওয়ার সুবাদে রাজ্য, জেলা, ব্লক
সব চিকিৎসা কেন্দ্রের দায়িত্ব স্বাস্থ্যমন্ত্রীর।
স্বাস্থ্য পরিষেবা উন্নতির জন্য গ্রাম পঞ্চায়েত
স্তর থেকে বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে। বেড়েছে সুপার
স্পেসালিটি হাসপাতাল। নীল সাদা রঙের পোঁচ লেগেছে স্বাস্থ্য কেন্দ্র গুলিতে। সরকার
দাবি করেছে, বাম জমানা থেকে অনেক বেশি উন্নতি ঘটিয়েছেন। বিনা পয়সায় অসুধের
ব্যবস্থা থেকে শুরু করে কম খরচে অত্যাধুনিক চিকিৎসার ব্যবস্থা করেছেন বলে দাবি
করেন তিনি। কিন্তু প্রদীপের নিচেই থাকে অন্ধকার। খবর, ডুয়ার্সের মেটিলি ব্লকের
স্বাস্থ্য সেন্টার থেকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ প্রদান এবং সেই ওষুধ খেয়ে অসুস্থ হয়ে
পড়েছে চার মাসের এক শিশুকন্যা। বর্তমানে ওই শিশুটি মালবাজার সুপার ফেসিলিটি হাসপাতালে
মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
কেন দেওয়া হল মেয়াদ উত্তীর্ণ ওষুধ? কারা এর
জন্য দায়ী? তাদের সঠিক বিচার হবে কি? উঠছে প্রশ্ন।
Loading...
কোন মন্তব্য নেই