কংগ্রেসকে জোটের প্রস্তাব গৌতমের। স্বাগত অধীরের। তাহলে কি আবার নতুন সমীকরণ?
নজরবন্দি ব্যুরোঃ মনোনয়ন
পর্ব শেষ। এবার শুরু ভোটের দিন ঠিক করা। আর এরই মধ্যে বামফ্রন্টের পক্ষ থেকে
কংগ্রেসের সঙ্গে জোটের প্রস্তাব দিলেন সিপিএম নেতা গৌতম দেব। আর সেই জোট
প্রস্তাবকে স্বাগত জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি জানালেন
কংগ্রেসের তরফে কোনও অসুবিধা নেই জোটে। পার্টি লাইন ভেঙে বর্তমান রাজনৈতিক
পরিস্থিতির নিরিখে সিপিএম যে কংগ্রেসের হাত ধরে চলবে, তা ধার্য
হয়েছে।
সেই সিদ্ধান্তের একদিন পরই বাংলার সিপিএম নেতা কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে
সওয়াল করলেন। তিনি বলেন, রাজ্যে তৃণমূল সন্ত্রাসের যে জাল ছড়িয়েছে, তা মোকাবিলা
করতে সম্মিলিত লড়াইয়ের প্রয়োজন। সন্ত্রাস-হিংসার জেরে সমস্ত আসনে প্রার্থী দিতে
পারেনি বিরোধী রাজনৈতিক দলগুলি। তারা যদি সমঝোতার ভিত্তিতে ভোটে সামিল হয়, তবে শাসকদলকে
ঝটকা দেওয়া সম্ভব হতে পারে। এই প্রস্তাবের পরপ্রেক্ষিতে অধীর বাবু বলেন কংগ্রেস এই
প্রস্তাবে সম্মতি জানাচ্ছি। তাঁদের দলের পক্ষ থেকে কোনও অসুবিধা নেই, রাজ্যে জোট
করে শাসক দলের সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করতে।
Loading...
কোন মন্তব্য নেই