Header Ads

৩০ শে এপ্রিল থেকে তৃণমূল এর "পাঁচটায় পঞ্চায়েত"! Exclusive

নজরবন্দি ব্যুরোঃ হ্যাঁ, এবার ঘড়ির কাঁটায় ঠিক ৫ টা বাজলেই শাসক দলের সব নেতা মন্ত্রী দের হাজির হতে হবে ফেসবুকের সামনে এহেন নির্দেশ স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর।

তৃণমূল শিবিরের নতুন সোশ্যাল ফেসবুক লাইভ প্রোগ্রাম যা আইটিসি এর fb পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে।

এই লাইভ সম্প্রচার এ হাজির হতে হবে ববি হাকিমের মতো সর্ব স্তরের বাছাই করা নেতা মন্ত্রী দের আর মানুষের কাছে তুলে ধরতে হবে বর্তমান সরকারের উন্নয়ন এর  সাতকাহন  এমনকি হাজির থাকতে হবে বিভিন্ন পঞ্চায়েত প্রধান কে । বোঝাতে হবে সাম্প্রদায়িকতার বিপদ সম্পর্কেও।

আগামী ৩০শে এপ্রিল থেকে তৃনমুল এর ফেসবুক পেজে ঠিক ৫ টার সময় শুরু হবে এই অনুষ্ঠান, হাজির থাকবে জেলা নেতৃত্ব ও।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.