পঙ্কজ রায়কে সম্মানিত করছে বিসিসিআই।
শুভব্রত মুখার্জিঃ ভারতীয় টেস্ট দলের প্রাক্তন ওপেনার বিশ্বরেকর্ডধারী পঙ্কজ রায়কে মরণোত্তর সিকে নাইডু সম্মানে ভূষিত করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
তিন সদস্যের কমিটি পঙ্কজ রায়ের পাশাপাশি অংশুমান গায়কোয়াড়, ভারতীয় মহিলা দলের প্রাক্তন ক্যাপ্টেন তথা বোর্ডের ক্রিকেট প্রশাসক কমিটির অন্যতম সদস্য ডায়ানা এডুলজি এবং সুধা সাহার নামও জীবনকৃতি সম্মানের জন্য প্রস্তাব করেছে। বিশেষ সম্মান জানানে হবে আব্বাস আলি বেগ, নরেন তামানে ও বুধি কুন্দরনকে।
পঙ্কজ রায়ের ছেলে প্রণব রায় জানিয়েছেন, ‘বাবা বরাবরই স্বীকৃতি পেয়েছেন বিলম্বে। বিসিসিআইয়ের এই সিদ্ধান্তে আমরা খুশি।’
তিন সদস্যের কমিটি পঙ্কজ রায়ের পাশাপাশি অংশুমান গায়কোয়াড়, ভারতীয় মহিলা দলের প্রাক্তন ক্যাপ্টেন তথা বোর্ডের ক্রিকেট প্রশাসক কমিটির অন্যতম সদস্য ডায়ানা এডুলজি এবং সুধা সাহার নামও জীবনকৃতি সম্মানের জন্য প্রস্তাব করেছে। বিশেষ সম্মান জানানে হবে আব্বাস আলি বেগ, নরেন তামানে ও বুধি কুন্দরনকে।
পঙ্কজ রায়ের ছেলে প্রণব রায় জানিয়েছেন, ‘বাবা বরাবরই স্বীকৃতি পেয়েছেন বিলম্বে। বিসিসিআইয়ের এই সিদ্ধান্তে আমরা খুশি।’
Loading...
কোন মন্তব্য নেই