Header Ads

মনোনয়ন ঘিরে ধুন্ধুমার আসানসোলে! বীরভূমের জল-বাতাসার মতো রয়েছে লস্যি-সরবতের আয়োজন৷#Exclusive

নজরবন্দি ব্যুরো,আসানসোলঃ মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ৷ এলাকা ভিত্তিক মনোনয়ন জমা দিতে বিরোধীদের যাতে অসুবিধা না হয়,সে কারণে মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা নেওয়ার পর্ব শুরু হয় রাজ্য জুড়েই৷ মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে নিশ্ছিদ্র পাহারা ও দপ্তর এলাকায় ১৪৪ধারা জারিও করা হয়৷ তবে শাসক দলের সমর্থকেরা সকাল থেকেই নিজেদের প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার নামে ভিড় জমাতে শুরু করে৷

আসল লক্ষ থাকে বিরোধীদের আটকে দেওয়া৷ সেই লক্ষে শুরু হয় লস্যি সরবত খাওয়ানোর পর্ব৷তবে বিরোধীরা সচেতন হয়ে পালিয়ে মনোনয়ন জমা দিতে স্বচেষ্ট হলে তাদের মারধর করা হয়৷ এমনই কিছু প্রার্থী আত্মরক্ষায় পাশ্ববর্তী কোর্ট সংলগ্ন আইনজীবিদের সেরেস্তায় ঢুকে পড়লে সেখানেও শাসকদলের গুণ্ডারা চড়াও হলে আইনজীবিদের সাথে বচসা শুরু হয়৷আইনজীবিরা সম্মিলিত ভাবে তাদের কাজের অসুবিধার দাবিতে মনোনয়ন পর্ব অন্যত্র সরানোর দাবি তোলে,তাতেও কাজ না হওয়ায় তারা প্রায় আধঘন্টার জন্যে পথ অবরোধে সামিল হয়৷

শেষে প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হলে বিক্ষোভ উঠে যায়৷ তবে জামুড়িয়া থেকে আসা কংগ্রেসের ভক্তিপদ চৌধূরী জেলা পরিষদের মনোনয়ন জমা করতে এসে ব্যর্থ হয়ে ফিরে যান৷পাশাপাশি সালানপুর এলাকা থেকে আসা রনজিৎ দাস কংগ্রেসের হয়ে গ্রাম পঞ্চায়েতের মনোনয়ন জমা করতে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে যায়৷তারা উভয়েই শাসক দলের প্রতি সন্ত্রাসের অভিযোগ করে৷ মনোনয়ন জমা দেওয়াতে বাধা দেওয়ার চেষ্টায় কখনো কখনো শাসক দলের প্রতিনিধিরা নিজেদের প্রার্থীদেরই পথ আটকে ফেলে৷শেষে ভূল বুঝতে পেরে নিজেরাই সংশোধনে মেতে ওঠে৷

ভিড়কে ছত্রভঙ্গ করতে পুলিশকে মৃদু লাঠি চার্জও করতে হয়৷ঘটনার প্রেক্ষিতে ৩-৪জন কে আটক করে পুলিশ৷বিজেপি প্রার্থীরা প্রাথমিক পর্বে মনোনয়ন জমা দিতে কৌশলে দপ্তরের পিছন দিকের রাস্তা অবলম্বন করে বেশ কিছুটা সফল হলেও,শাসক দল খবর পেয়ে তাদের বাধা দিতে গেলে ঝামেলা বচসা ও হাতা-হাতির সূত্রপাত হয়৷শেষ পর্যন্ত পুলিশি হস্তক্ষেপে বিষয়টি মেটানো সম্ভব হয়৷ যদিও তৃণমূলের পক্ষ থেকে ঝামেলার কথা অস্বীকার করে জানানো হয় শহর অঞ্চলের হিন্দুস্থান কেবলস ও বার্ণস্ট্যাণ্ডার্ড বন্ধ হয়ে যাওয়ায় সেই পরিবার গুলি বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দিয়েছে৷আমরা বরং এলাকায় শান্তি বজায় রাখার চেষ্টা করেছি৷

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.