Header Ads

আমার সন্তানের পদবী হবে “মির্জা মালিক”- সানিয়া।

নজরবন্দি ব্যুরোঃ গোয়া ফেস্ট ২০১৮-এ লিঙ্গ বৈষম্য শীর্ষক আলোচনাসভায় যোগ দিয়েছিলেন সানিয়া। সেখানে তিনি বলেন এখনই
বাচ্চাকাচ্চার কথা ভাবছেন না। তবে তাঁর ইচ্ছে, সন্তান হোক মেয়ে, একই চাহিদা স্বামী শোয়েব মালিকেরও। সন্তানের পদবী অবশ্যই মির্জা মালিক হবে বলে জানিয়েছেন তিনি। এছারা লিঙ্গ বৈষম্য সংক্রান্ত তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলতে গিয়ে সানিয়া বলেন, ছোটবেলায় আত্মীয়দের শুনতেন তাঁর বাবা মাকে বলতে, ছেলে হওয়া উচিত ছিল তাঁদের, তাহলে বংশ এগোতে পারত। কিন্তু তাঁরা ২ বোন, কখনওই চাননি তাঁদের ভাই হোক।

তাই এ নিয়ে কাকা পিসিরা কিছু বলতে এলেই তাঁদের সঙ্গে কষে ঝগড়া করতেন তিনি। তাই তাঁদের কাছে মেয়েসন্তান মেয়ে হিসেবেই দরকারি, বংশ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ছেলে অপ্রয়োজন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.