Header Ads

মনোনয়ন পত্র জমা দেওয়ার পর্ব শেষ! সবুজ আবিরে জয়োল্লাস তৃণমূল কর্মী সমর্থকদের৷ #Exclusive

নিজস্ব সংবাদদাতা, আসানসোলঃ সোমবার আসানসোলের মহকুমা দপ্তরে মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় সীমা পার হতেই জয়ের অানন্দে মেতে ওঠেন বারাবনি বিধান সভা অন্তর্গত সালানপুর ও বারাবনি ব্লকের তৃণমূল কর্মী সমর্থকেরা৷

তাদের দাবি মনোনয়ন পত্র পেশের নিরিখে ইতিমধ্যে সালানপুর ব্লকের আছড়া পঞ্চায়েত এর আটটি আসন,বারাবনি ব্লকের পানুড়িয়া জিপির ১৬টি আসন ও পাঁচগাছিয়া জিপির সাতটি আসনই বিরোধীশূন্য হয়ে তাদের জয় সুনিশ্চিত করেছে৷এমনকি এই অঞ্চলের তিনটি পঞ্চায়েত সমিতির আসনও তারা দখল করেছে৷

পাশাপাশি জামগ্রাম পঞ্চায়েতের১৭টি আসনের ১৪টি তাদের দখলে গিয়েছে৷তাই বারাবনি অঞ্চলের মাটি তৃণমূলের ঘাঁটি এই শ্লোগানে তারা সবুজ আবির খেলায় মেতে উঠে জয়ের ঊচ্ছ্বাস প্রকাশ করে৷


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.