Header Ads

বিরোধী ভেবে রাম ধোলাই! পরে দেখা গেল তৃণমূলই মারছে তৃণমূল কে!! #Exclusive

নজরবন্দি ব্যুরোঃ এবার উলটো চিত্র বর্ধমানে। বিরোধী ভেবে নিজেরাই নিজেদের পেটাল তৃণমূল! সূত্রের খবর, ব্লক অফিসে মনোনয়ন জমা দেওয়া নিয়ে অশান্তির কারণে শনিবার পূর্ব বর্ধমানের জেলাশাসকের দফতরে চলছিল মনোনয়ন জমা দেওয়ার কাজ।

বিরোধীরা মনোনয়ন জমা দিতে এলেও শাসকের দাপটে ভয়ে ভয়ে ছিলেন তাঁরা। তৃণমূল বাদ দিয়েও বিভিন্ন দলের প্রার্থী, প্রস্তাবক, কর্মী-সমর্থকেরা ভিড় করেছিলেন জেলা শাসকের দফতরে। তৃণমূলের কর্মী সমর্থকরা বিরোধীদের ভয় দেখিয়ে মারধোর করে তাড়িয়ে দেয় বলে খবর। কিন্তু এর মাঝেই ঘটে যায় এক অনভিপ্রেত ঘটনা!

বিরোধীদের পেটাতে গিয়ে নিজের দলের কর্মীকেই বেধড়ক মারধোর করে ফেলে তৃণমূলের অন্য কর্মীরা! সূত্রের খবর বিরোধী তাড়ানোর মধ্যেই এক অপরিচিত ব্যক্তিকে দেখে সন্দেহ হয় কয়েকজন তৃণমূল কর্মীর, সিপিআইএম সমর্থক ভেবে মুহূর্তের মধ্যে শুরু হয়ে যায় কিল,চড়,ঘুষি।যখন এমন ধোলাই চলছে তখন আচমকা কয়েকজন চিনতে পারেন ওই ব্যাক্তিকে!! আরে এযে আমাদেরই সমর্থক!!! এমন ভুল কেন হল সেই নিয়ে শুরু হয় একে অপরকে দোষারোপ। সত্যি বড় বিচিত্র এই পঞ্চায়েত ভোট!!!

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.