Header Ads

পঞ্চায়েতের আগে শিক্ষকদের বকেয়া টাকা মেটানো নিয়ে নতুন নির্দেশ শিক্ষা দপ্তরের!


নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের শিক্ষকরা তাদের বেতন বঞ্চনা, বর্ধিত টাকা বকেয়া পড়ে থাকা সহ বিভিন্ন বিষয় নিয়ে সরব হয়েছেন একাধিক বার। প্রাপ্য টাকা না পাওয়ায় আদালতের দ্বারস্থও হয়েছেন তারা। এবার পঞ্চায়েতের আগে শিক্ষকদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার ব্যাপারে নতুন নির্দেশ দিল শিক্ষা দপ্তর।
বিভিন্ন কারণে শিক্ষকদের বকেয়া টাকা জমা হয় শিক্ষা দপ্তরে। এর মধ্যে রয়েছে শিক্ষাগত যোগ্যতা বৃদ্ধি, পদের চরিত্র পরিবর্তন প্রভৃতি বিষয়। বর্ধিত বকেয়া টাকা শিক্ষকরা দাবি করলে তা পেতে অনেক সময়ই দীর্ঘ সময় কেটে যায়।
ডিআই অফিসে এই বকেয়া দাবি করতে হয় শিক্ষকদের। আগে ডিআই অফিস থেকেই সেই টাকা মিটিয়ে দেওয়া হত। এখন নতুন নিয়মে ডিআই অফিস সেই টাকা মেটাতে পারে না। তা পাঠাতে হয় স্কুল এডুকেশন ডিরেক্টরেট-এ। ঘুষ সহ আরও বিভিন্ন গাফিলতিতে শিক্ষকরা দিনের পর দিন তাদের প্রাপ্য বকেয়া থেকে বঞ্চিত হলে দ্বারস্থ হন আদালতের। মামলায় জিতে বেশিরভাগ সময় সুদ সমেত সেই বকেয়া দাবি করেন এবং সেই টাকা মেটাতে বাধ্য থাকে শিক্ষা দপ্তর। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজ্যের শিক্ষা দপ্তর।
তাই এবার শিক্ষকদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিল শিক্ষা দপ্তর। শিক্ষাসচিব নির্দেশ দিয়েছেন, শিক্ষকদের বকেয়া মিটিয়ে দেওয়ার বিষয়ে দপ্তরের কোনো আধিকারিক অহেতুক দেরি করলে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করবে শিক্ষা দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। গাফিলতি প্রমাণিত হলে ওই আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে দপ্তর। শিক্ষা দপ্তরের এই নয়া ঘোষণায় রাজ্যের শিক্ষকদের সমস্যা খানিকটা হলেও মিটবে, মনে করছে শিক্ষা মহল।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.