পানীয় জলের সমস্যা মেটাতে জল প্রকল্পের শিলান্যাস করলেন আসানসোলের মেয়র জীতেন্দ্র তিওয়ারী৷
নজরবন্দি,আসানসোলঃ জামুড়িয়া বোরো অফিস
সংলগ্ন এলাকায় জামুড়িয়া অঞ্চলের পানীয় জলের সমস্যা মেটাতে ওয়াটার প্রজেক্ট তথা জল প্রকল্পের
ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আসানসোলের মহানাগরিক জীতেন্দ্র তিওয়ারী৷
এই
প্রকল্পটি তৈরী করতে ২৪.৪৮ কোটি টাকা খরচ
ধার্য করা হয়েছে৷প্রকল্পটি সম্পূর্ণ রূপায়িত হলে জামুড়িয়া অঞ্চলের মানুষ পানীয় জলের
সমস্যা থেকে দূরে থাকবেন বলে আশা ব্যক্ত করছেন মেয়র৷তিনি বলেন এলাকার সার্বিক
উন্নয়ন ঘটাতে ইতিমধ্যেই ওয়ার্ড ভিত্তিক ৫০লক্ষ টাকার কাজ চলছে৷এই প্রকল্প শেষ হলে
আগামী দিনে ওয়ার্ড ভিত্তিক১কোটি টাকা প্রকল্পের কাজ শুরু করা হবে৷ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আসানসোল পুরসভার অন্তর্গত জামুড়িয়াকে কোনও মতেই অবহেলা করা
হবেনা বলে জানিয়েছেন মেয়র৷এদিনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
মহানাগরীক জীতেন্দ্র তিওয়ারী,মেয়র পারিষদ সদস্য
পূর্ণশশী রায় সহ আরও অনেকে৷
Loading...
কোন মন্তব্য নেই