মামলাকারী হবু শিক্ষকদের জন্য বিশেষ ঘোষণা আদালতের।
নজরবন্দি ব্যুরোঃ শিক্ষক
নিয়োগ প্রক্রিয়া একাধিক জটে আটকে রয়েছে। বছরের পর বছর নিয়োগ আটকে থাকায় নিয়োগ নিয়ে
অনিশ্চয়তায় ভুগছেন রাজ্যের শিক্ষক পদপ্রার্থীরা। এদিকে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন
এবং আদালতের কর্মবিরতির কারণে নিয়োগ আটকে রয়েছে, এমনটাই জানিয়েছে বারবার সরকার।
কিন্তু সেই বাধা আর রইলো
না। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। আদালতের
তরফে জানানো হয়েছে, ১৪ হাজার শিক্ষকের প্যানেল তৈরি হয়ে গেছে।
নিয়োগ করা হবে ১২ হাজার ৬০০ পদে।
কিন্তু বাকি পদ্গুলিতে কেন নিয়োগ হবে না? উঠতে
পারে এই প্রশ্ন। এক্ষেত্রে উল্লেখ্য, ১০ শতাংশ পদ সংরক্ষিত থাকবে মামলাকারী চাকরি
প্রার্থীদের জন্য। ওই পদ গুলিতে শুধুমাত্র মামলাকারী শিক্ষক পদপ্রার্থীদেরকেই
নিয়োগ করতে হবে, এমন কথা সরাসরি ঘোষণা করে আদালত।
এই ঘোষণার ফলে একদিকে যেমন আদালত সংক্রান্ত জটে
আটকে থাকা আপার প্রাইমারিতে নিয়োগে আর কোনো বাধা রইলো না সেরকমই মামলা করেছেন এমন
চাকরি প্রার্থীদের সমস্যাও অনেকটা কমলো। আদালতের এই রায়ের পর ফের স্বপ্ন দেখছেন
চাকরি প্রার্থীরা।
Loading...
কোন মন্তব্য নেই