Header Ads

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব কে এক হাত নিলেন প্রাক্তন বিশ্ব সুন্দরী ডায়না! কেন?



নজরবন্দি ব্যুরোঃ  ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব কে এক হাত নিলেন প্রাক্তন বিশ্ব সুন্দরী ডায়না হেডেন। বিপ্লব বাবু আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতাগুলিকে 'প্রহসন' বলে কটাক্ষ করেছিলেন। তিনি বলেছিলেন ভারতীয় সুন্দরি হবে লক্ষ্মী, সরস্বতীর মত।
ডায়না কি বিশ্ব সুন্দরী হওয়ার উপযুক্ত? এবার সেই বিপ্লব বাবুর কটাক্ষেরই পাল্টা জবাব দিয়েছেন তিনি। ডায়না বলেন ''এটা খুবই লজ্জাজনক যে, আমার বিশ্ব সুন্দরির মত আন্তর্জাতিক মর্যাদা সম্পন্ন খেতাব জয়ের পরেও সমালোচনা করা হচ্ছে। আমার মত বাদামি চামড়ার এক মহিলার বিশ্ব সুন্দরি খেতাব জয় নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এটা খুবই লজ্জার। আমি ভীষণ আহত যে আমার গায়ের রং নিয়ে আমায় লড়াই করতে হচ্ছেএদিকে সমালোচনার মুখ পড়ে বিষয়টি নিয়ে ক্ষমা চেয়ে নিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.