Header Ads

বিশ্বের প্রশংসিত পুরুষদের তালিকায় মোদী, বিগ বি।

নজরবন্দি ব্যুরোঃ বিশ্বের ৩৫টি দেশে ৩৫ হাজার মানুষের মধ্যে সমীক্ষা চালিয়েছে ই-গভ নামে একটি সংস্থা। তাতে উঠে এসেছে বিশ্বে সবচেয়ে প্রশংসিত পুরুষদের নাম। সেই প্রশংসিত পুরুষদের তালিকায় স্থান পেয়েছে ভারতের দুই জন। তারা হলেন, অমিতাভ বচ্চন এবং নরেন্দ্র মোদী। অপরদিকে বিশ্বে প্রশংসিত মহিলাদের মধ্যে প্রথম দশে নেই কোনো ভারতীয় মহিলা। যে দুজন ভারতীয় মহিলা এই তালিকায় স্থান পেয়েছেন তাদের মধ্যে একাদশ স্থানে রয়েছেন ঐশ্বর্য রাই এবং দ্বাদশ স্থানে রয়েছেন প্রিয়াংকা চোপরা। পুরুষদের মধ্যে প্রথম স্থানে রয়েছেন বিল গেটস। আর মহিলাদের মধ্যে শীর্ষস্থানে রয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি। পুরুষদের এই তালিকায় অষ্টম স্থানে রয়েছেন নরেন্দ্র মোদী এবং নবম স্থানে রয়েছেন অমিতাভ বচ্চন। 

ই-গভের সমীক্ষা অনুযায়ী, বিশ্বের সবচেয়ে প্রশংসিত পুরুষদের তালিকাঃ
বিল গেটস
বারাক ওবামা
জ্যাকি চ্যাং
সি জিং পিং
জ্যাক মা
ভ্লাদিমির পুতিন
দলাইলামা
নরেন্দ্র মোদী
অমিতাভ বচ্চন
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

মহিলাঃ
অ্যাঞ্জেলিনা জোলি
মিচেল ওবামা
ওপরাহ ইউনফ্রি
কুইন এলিজাবেথ
হিলারি ক্লিন্টন
এমা ওয়াটসন
মালালা ইউসুফজাই
অ্যাঙ্গেলা মর্কেল
টেলার সুইফট
ম্যাডোনা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.