Header Ads

নিয়োগের নোটিশ না আসা পর্যন্ত চলবে কর্মবিরতি, বুঝিয়ে দিলেন আন্দোলনকারীরা।


নজরবন্দি ব্যুরোঃ গত ১৮ ফেব্রুয়ারি থেকে চলছে কর্মবিরতি। নিয়োগের নোটিশ না মেলা পর্যন্ত যে তা চলতে থাকবে শুক্রবার তা বেশ স্পষ্ট করে দিলেন আইনজীবীরা।

নিয়োগ সংক্রান্ত দাবিদাওয়া সহ আরও বেশ কিছু বিষয়ে দাবি নিয়ে গত ১৮ ফেব্রুয়ারি থেকে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারী হাইকোর্টের আইনজীবীরা। শুক্রবার হাইকোর্টের প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের সাথে বৈঠক হয় আইনজীবী সংগঠনের কর্মকর্তাদের। আলোচনায় ছিলেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত,আইনজীবী জয়ন্ত মিত্র, অমল মজুমদার, উত্তম মজুমদার, অরিজিৎ গঙ্গোপাধ্যায় প্রমুখ। কিন্তু বৈঠক শেষে এটা বেশ স্পষ্ট, কেন্দ্রীয় আইনমন্ত্রক থেকে বিচারপতি নিয়োগ সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি এসে না পৌঁছনো পর্যন্ত এই কর্মবিরতি  চালিয়ে যাবেন আন্দোলনকারী আইনজীবীরা।

প্রসঙ্গত, এর আগেও একাধিকবার আইনজীবীদের সাথে কেন্দ্রীয় আইনমন্ত্রক, রাজ্যপাল এবং দেশের প্রধান বিচারপতির বৈঠক হয়। কিন্তু এখনো অবধি কোনো সমাধান সূত্র বের হয়নি। ফলে কর্মবিরতি কবে উঠবে তা আপাতত অনিশ্চিত।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.