Header Ads

বিরোধী প্রার্থী ভেবে নিজের দলের সমর্থক পেটানোর পর এবার সরকারি কর্মীকে পেটাল তৃণমুল!!

নজরবন্দি ব্যুরোঃ এবারের পঞ্চায়েত নির্বাচন রেকর্ড সৃষ্টি করেছে রাজ্যের শাসক দলের জন্যে, প্রায় ১৭% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চলেছে তৃণমূল। মনোনয়ন ঘিরে রাজ্য জুড়ে চলেছে বিক্ষিপ্ত অশান্তি। মাথা ফেটেছে প্রাক্তন সিপিআইএম এমপি রামচন্দ্র ডোমের, ভেন্টিলেশনে বাসুদেব আচারিয়া। রক্ত ঝরেছে সুজন চক্রবর্তীর।

এক বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। মোট কথা বিরোধীরা বেশির ভায় এলাকায় নোমিনেশন জমা দিতে পারেনি। প্রশাসনের সাহায্য চাইতে গেলে তাঁরা দায়িত্ব নিতে অস্বীকার করেছে।শুভেন্দু গড়ে বড় ধাক্কা! সব আসনে প্রার্থী দিতে পারল না তৃণমূল!!!! #Exclusive এর মাঝেই বর্ধমানে বিরোধী ভেবে নিজের দলের কর্মীকেই পিটিয়েছে তৃণমূল। প্রাক্তন বাম বিধায়কের মুখে কালি, তাঁর স্ত্রীর শ্লীলতাহানী সবই ঘটেছে পাল্লা দিয়ে!!

আর এবার বিজেপি প্রার্থী ভেবে এক সরকারী কর্মী কেই পিটিয়ে দিল তৃণমূল সমর্থকরা! সূত্রের খবর নির্বাচন কমিশন যে মেয়াদ বৃদ্ধির নির্দেশিকা বাতিল করেছে সেই খবর ছিলনা ওই সমর্থকদের কাছে! তাঁরা কার্জন গেট আটকে রেডি ছিল বিরোধীদের আটকানোর জন্যে। পাকচক্রে সেই সময় অফিস যাচ্ছিলেন DVC-র সেচ দপ্তরের কর্মী দেবাশিস মুখার্জি।

কোন প্রতিরোধ বা নিজের পরিচয় দেওয়ার আগেই কিল চড় ঘুষি বর্ষন শুরু করে তৃণমূল কর্মীরা! মাথায়, মুখে চোট লেগেছে দেবাশিস বাবুর! পরে অন্যান্য সরকারী কর্মচারীদের হস্তক্ষেপে থামে মার!!! দেবাশিস বাবুর অভিযোগ কোন পরিচয় পত্র দেখানোর সুযোগ না দিয়েই শুরু হয় মার!!!!

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.