কমনওয়েলথে ৫তম দিনে পদক জিতলেন জিতু ও বাংলার মেহুলি ঘোষ।
নজরবন্দি ব্যুরোঃ গোল্ড কোস্ট কমনওয়েলথে আবার সোনা জিতলেন ভারতীয় অ্যাথলেটিকরা। গেমসের পঞ্চম দিনে ১০ মিটার এয়ার
পিস্তলে সোনা জিতলেন জিতু রাই। ১০ মিটার এয়ার রাইফেলে রুপো জিতলেন বাংলার মেহুলি ঘোষ। শুটিংয়েই ব্রোঞ্জ জিতলেন অপূর্বি চান্ডিলা এবং ওম মিথারভাল। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে সোনা জিতলেন জিতু। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে রুপো জিতলেন বাংলার মেহুলি ঘোষ।
পিস্তলে সোনা জিতলেন জিতু রাই। ১০ মিটার এয়ার রাইফেলে রুপো জিতলেন বাংলার মেহুলি ঘোষ। শুটিংয়েই ব্রোঞ্জ জিতলেন অপূর্বি চান্ডিলা এবং ওম মিথারভাল। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে সোনা জিতলেন জিতু। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে রুপো জিতলেন বাংলার মেহুলি ঘোষ।
No comments