Header Ads

মমতার সরকার ফেলে দেওয়ার 'প্রতিশ্রুতি' উল্টে মমতাকেই পঞ্চায়েতে নিশ্চিত করলো?

নজরবন্দি ব্যুরোঃ পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে যখন পরিস্থিতি চরম অশান্ত ঠিক তখনই সেই অশান্ত পরিস্থিতির আগুনে ঘি ঢালল একটি ভিডিও ফুটেজ, যা কোবরা স্টিং ভিডিও নামে ছড়িয়ে পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বদনাম করার জন্য টাকার বিনিময়ে অশান্তি ছড়ানোর 'প্রতিশ্রুতি' দিচ্ছে একটি বিশেষ সংবাদ মাধ্যম, ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে তাদের কথোপকথনের দৃশ্য।
কোবরা স্টিং ভিডিওতে দেখা যাচ্ছে, দৈনিক জাগরণ পত্রিকার ঝাড়খণ্ডের এরিয়া ম্যানেজার সঞ্জয় প্রতাপ সিং হিন্দুত্ববাদী সংস্থার কর্মী ভেবে সাংবাদিককে বলছেন, একেবারে নিশ্চিন্ত থাকুন। টাকা দিলেই সব হয়ে যাবে।" মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ফেলে দেওয়ার আশ্বাস দিচ্ছেন ওই পত্রিকার বিভ্রান্তিকর খবর প্রকাশের মাধ্যমে। শুধু তাই নয়, আরও বলা হচ্ছে যে টাকার বিনিময়ে রাজ্যের একাধিক মন্ত্রীর নামে কুৎসাও ছড়ানো হবে।

হিন্দুত্ববাদী সংস্থার কর্মীরূপী সাংবাদিকের প্রশ্নের উত্তরে অবলীলায় ওই সংবাদ মাধ্যমের প্রতিনিধিকে বলতে শোনা যাচ্ছে, "দেখুন সংবাদপত্র এমন একটা জিনিস ঠাণ্ডা মাথায় আপনি যা বলবেন, সব জায়গায় পৌঁছে দেওয়া যাবে"। জনমত সৃষ্টিতে এবং জনগণের মানসিকতাকে চালিত করতে বিশেষ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে সংবাদ পত্র, একথা ঠিক। কিন্তু সংবাদ মাধ্যমের বিশেষ ক্ষমতাকে টাকার লোভে অপব্যবহার করছেন খোদ সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাই।

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের আগে এই ভিডিও প্রকাশ পাওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ। তৃণমূল কংগ্রেসকে বেকায়দায় ফেলার যে পরিকল্পনা করা হচ্ছিলো তা আখেরে সুবিধাই করে দেবে শাসক দলকে। পঞ্চায়েতের আগে শাসক দলের পালে বাড়তি হাওয়া যোগাবে এই স্টিং ভিডিও, বলছেন খোদ শাসক দলের কর্মীরাই।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.