Header Ads

মারের বদলা মার, তৃণমূল মারতে এলে পাল্টা মেরে স্ট্রেচারে বাড়ি পাঠানোর ফরমান দিলীপ ঘোষের।

নজরবন্দি ব্যুরোঃ আবার ভোকাল টনিক বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। কিছুদিন আগেই দিলীপ বাবু দলের কর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন মারের বদলা মার দিতে হবে তৃণমূল কে, তবেই পঞ্চায়েতে মনোনয়ন জমা দেওয়া সম্ভব। তাঁর ঘোষণার পরেই ময়দানে নামে বিজেপি কর্মীরা, শুরু হয় পাল্টা মারের রাজনীতি।

জমা পড়তে থাকে বিজেপির মনোনয়ন পত্র। আর এবার আর এক নতুন ফর্মুলা বললেন বিজেপি সভাপতি। পঞ্চায়েত ভোটে তৃণমূল গোলমাল পাকাতে এলে তাঁদের স্ট্রেচারে করে বাড়ি পাঠানোর যুক্তি দিলেন দলীয় কর্মীদের। রবিবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন,

"মনোনয়নের প্রভাব এবারের নির্বাচনে পড়তে বাধ্য। ভোটে হিংসার প্রভাব পড়বেই। তবে এবার শাসক দল গোলমাল পাকাতে এলে মার খেয়ে হাসপাতাল হয়ে ঘরে ফিরবেন তাঁরা। তাঁদেরকে স্ট্রেচারে করে নিয়ে যেতে হবে" তাঁর ঘোষণা শুনে খড়গপুরের সভাস্থল জয় শ্রীরাম ধ্বনি আর ফেটে পড়া।

দিলীপবাবু আরও বলেন, "শাসকদল তৃণমূল যে ভাষায় ঝামেলা পাকাচ্ছে। আমরাও সেই ভাষায় উত্তর দিতে প্রস্তুত। আমাদের কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। এবার ভোটের দিন কোনও ঝামেলা মানব না। মানুষ গ্রামে প্রতিরোধ গড়ে তুলবে। কোনও বহিরাগতকে গ্রামে ঢুকতে দেওয়া হবে না।"

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.