জেলে দুধের জন্য আবেদন সলমনের! দিতে হল ৪০০ টাকা।
নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার জামিনের আবেদনের শুনানি মামলা স্থগিত হবার ফলে সলমনকে আরও একদিন থাকতে হবে জেলে। কিন্তু শুক্রবার জেলের মধ্যে সারা রাত
জেগেই কাটান সলমন। খাননি কিছুই। শুক্রবার রাতে উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় ভুগতে থাকেন সলমন। রক্তচাপ কমানোর জন্য সলমনকে ওসুধও খেতে হয়। ফলে রাতে রুটি, ছোলার ডাল কিংবা বাধাকপি কোনও কিছুই খাননি তিনি। সকাল ৬.৩০ নাগাদ শুধু চা এবং গ্লুকোজ বিস্কুট খান ভাইজান। সুত্রের খবর আজ সকালে তিনি দুধের জন্য আবেদন করেন। জার জন্য জেল কর্তৃপক্ষকে ৪০০ টাকা দিতে হয়।
জেগেই কাটান সলমন। খাননি কিছুই। শুক্রবার রাতে উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় ভুগতে থাকেন সলমন। রক্তচাপ কমানোর জন্য সলমনকে ওসুধও খেতে হয়। ফলে রাতে রুটি, ছোলার ডাল কিংবা বাধাকপি কোনও কিছুই খাননি তিনি। সকাল ৬.৩০ নাগাদ শুধু চা এবং গ্লুকোজ বিস্কুট খান ভাইজান। সুত্রের খবর আজ সকালে তিনি দুধের জন্য আবেদন করেন। জার জন্য জেল কর্তৃপক্ষকে ৪০০ টাকা দিতে হয়।
No comments