Header Ads

"দিলীপ ঘোষ এখন উন্মাদের মতো বকছে। উন্মাদের মানসিক চিকিৎসা দরকার" পার্থ চট্টোপাধ্যায়।

নজরবন্দি ব্যুরোঃ ভোটের দিন ঘোষণা হতেই উত্তেজনায় ফুটতে শুরু করেছে রাজ্য। জেলায় জেলায় শুরু হয়েছে মনোনয়ন জমা দেবার পর্ব। আর এই মনোনয়ন জমা দেওয়া
কে কেন্দ্র করে মারদাঙ্গা লেগেই রয়েছে রাজ্য জুড়ে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন পুলিশ তৃণমূলের ক্যাডারের ভূমিকা পালন করছে। এই কথার পাল্টা দিতে গিয়ে তৃণমূল মহাসচিব পার্থ বাবু বলেন "দিলীপ ঘোষ এখন উন্মাদের মতো বকছে। উন্মাদের মানসিক চিকিৎসা দরকার, আর তাঁর স্থান হওয়া উচিত সংশোধনাগারে। বিজেপির নেতারা রাজনৈতিক ভাষা জানেন না সেই কারণে ওদের মুখে উসকানির কথা।

আগে মারের বদলা মার দেওয়ার কথা বলেছিলেন। এখনও পুলিশ পেটানোর কথা বলছেন। আমরা এই মন্তব্য নিয়েও নির্বাচন কমিশনে অভিযোগ জানাব। তিনি আর বলেন 'শূন্য কলসি একটু বেশি বাজে। সেই কারণেই এত বকছেন বিজেপি রাজ্য সভাপতি। মিথ্যা আস্ফালন করছেন, অসংসদীয় কথাবার্তা বলছেন।

আমরা এখন সার ভেবেছি, যা খুশি ওরা বলে বলুক, আমাদের কেউ যেন ওই ভাষায় কথা না বলে। আমরা ওদের কথা কানেও তুলছি না"।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.