Header Ads

নন্দীগ্রাম কাণ্ডের পাণ্ডা 'ডাকাত সেলিম' এখন তৃণমূলের প্রার্থী! ক্ষোভ শাসক দলের অন্দরে।

নজরবন্দি ব্যুরো: খুন, রাহাজানি, অত্যাচারও জুলুমবাজির আর নাম নাম 'সেলিম'। কেউ তাঁকে ডাকাত সেলিম নামেও চেনেন। আর সেই সেলিম এবার রাজ্যের শাসক দলের পঞ্চায়েত সমিতির সদস্য।
দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ডহারবার মহকুমার মগরাহাট-২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে চলতি নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছিলেন সেলিম। এমনটাই খবর তৃণমূল সূত্রে। তার বিরুদ্ধে কেউ মনোনয়ন জমা দেয়ার সাহস দেখায়নি। দেবেই বা কোন ভয়ে!
অভিযোগ, ‘মগরাহাটের ত্রাস’ নামেই ডাকাতি ছেড়েছে, আজও সে মজে রয়েছে ডাকাতি,খুন ও অপহরণে। তাই তার বিরুদ্ধে কোন মনোনয়ন জমা পড়েনি। আর এই কারণের জন্যই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতিমধ্যে জয়ী হয়ে গিয়েছেন তিনি। আর জিতেই সমস্যা বাঁধিয়ে বসে আছেন খোদ শাসক দলের মধ্যে। কারণ শাসক দলের প্রার্থী হিসাবে তাকে দলের বহু নেতাই মেনে নিতে পারছে না। কারণ সেলিমের গায়ে শুধু খুন-ডাকাতি-রাহাজানির দাগ লেগে নেই, রয়েছে নন্দীগ্রাম গণহত্যা কাণ্ডের দাগও।
বাম জমানায় নন্দীগ্রাম গণআন্দোলনের সময়ে এই সেলিমের বিরুদ্ধে অভিযোগ তুলে ছিলেন তখনকার একাধিক তৃণমূল নেতারা। সেই নন্দীগ্রাম কাণ্ডে অন্যতম অভিযুক্ত আজ শাসক দলের প্রার্থী পঞ্চায়েত সমিতির সদস্য। এটাই মেনে নিতে পারছেন না তৃণমূলের বহু নেতা।

প্রসঙ্গত, সেলিমের উপস্থিতিতে মগরাহাটের ভোট চিত্রে বিরোধীরা একেবারে মুছে দিয়েছে শাসক দল। বিরোধীদের  অভিযোগ, সেলিমের ভাবমূর্তিকেই কাজে লাগিয়ে লড়াইয়ের ঘুঁটি সাজিয়েছেন শাসক তৃণমূল। সেলিমকে এর আগে কখনো রাজনৈতিক দলের মিটিং-মিছিলে দেখা যায়নি। এবার তাকে সামনে রেখেই এলাকায় ঘর গুছিয়ে নিয়েছে ঘাস-ফুল শিবির।


Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.