ফের ধর্মীয় উস্কানিমূলক হিংসা ছড়ানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে! নিন্দার ঝড় বিভিন্ন মহলে।
নজরবন্দি ব্যুরোঃ ধর্মীয় উস্কানিমূলক বিভিন্ন কর্মকান্ডের একাধিক অভিযোগ উঠেছে এর আগে বিজেপির বিরুদ্ধে। ফের একবার ধর্মের স্পর্শকাতর দিককে ব্যবহার করে হিংসা ছড়ানোর অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে।
সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে একাধিক প্ররোচনামূলক কাজ চালিয়ে যাচ্ছে আরএসএস বলে অভিযোগ উঠেছে।
টুইটার হ্যান্ডেলের মাধ্যমে ফটোগ্রাফি ও ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে যেখানে দেখানো হচ্ছে, মুসলিম সমাজবিরোধীরা হিন্দু মহিলাদের ধর্ষন করছে। জানা গেছে, এই টুইটার গুলি প্রত্যেকটিই আরএসএস এবং বিজেপি পরিচালিত।
বেশ কিছু নকল সংবাদ মাধ্যমকে ব্যবহার করা হচ্ছে এই ধরনের খবর ছড়িয়ে দেওয়ার জন্য। কাঠুয়া ধর্ষনকান্ডের পরিপ্রেক্ষিতে ছড়ানো এই ফটোগ্রাফি এবং ভিডিও গুলি যে সত্য নয় তা জানিয়েছে বিহার এবং অসম পুলিশ। একই সাথে দ্য কুইন্ট নামে একটি সংবাদ মাধ্যমের তরফেও নিশ্চিত করা হয়েছে এই বিষয়টি।
টুইটার হ্যান্ডেলের মাধ্যমে ফটোগ্রাফি ও ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে যেখানে দেখানো হচ্ছে, মুসলিম সমাজবিরোধীরা হিন্দু মহিলাদের ধর্ষন করছে। জানা গেছে, এই টুইটার গুলি প্রত্যেকটিই আরএসএস এবং বিজেপি পরিচালিত।
বেশ কিছু নকল সংবাদ মাধ্যমকে ব্যবহার করা হচ্ছে এই ধরনের খবর ছড়িয়ে দেওয়ার জন্য। কাঠুয়া ধর্ষনকান্ডের পরিপ্রেক্ষিতে ছড়ানো এই ফটোগ্রাফি এবং ভিডিও গুলি যে সত্য নয় তা জানিয়েছে বিহার এবং অসম পুলিশ। একই সাথে দ্য কুইন্ট নামে একটি সংবাদ মাধ্যমের তরফেও নিশ্চিত করা হয়েছে এই বিষয়টি।
ধর্মের স্পর্শকাতরতাকে ব্যবহার করে এই ধরনের কর্মকান্ডের বিরুদ্ধে সরব হয়েছেন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে পরিচিত দেশ ভারতে যে এই ধরণের উদ্দেশ্য প্রণোদিত হিংসাত্মক কাজের কোনো জায়গা নেই তা বুঝিয়ে দিয়েছে বিভিন্ন স্তরের মানুষের প্রতিবাদ।
Loading...
কোন মন্তব্য নেই