Header Ads

আজ বাংলা নববর্ষ।


নজরবন্দি ব্যুরোঃ এসো হে বৈশাখ আজ পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির প্রধান উৎসব প্রাণে প্রাণ মেলানোর উৎসব জীর্ণ পুরনোকে ভাসিয়ে দিয়ে নতুন করে যাত্রা শুরুর দিন ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সবার উৎসবমুখর হয়ে ওঠার দিন
কবির ভাষায় আজ নব আনন্দে জাগুক প্রাণ নতুন সূর্যের সামনে বাঙালি আজ প্রণতি রাখবেজীর্ণপুরাতন যাক ভেসে যাক, মুছে যাক গ্লানী’/ তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে বাঙালি সংস্কৃতির এক অসাধারণ ব্যঞ্জনা নিয়ে আমাদের দুয়ারে এবারের নববর্ষ সমুপস্থিত প্রাণে প্রাণে হিল্লোল জাগাতে, মনে-মনে ঐকতান রচনা করতে আর মানুষে মানুষে বিভেদ ঘুচাতে নববর্ষ নব চেতনায় স্নাত করে সবাইকে সেই কাকডাকা ভোরে পূর্ব দিগন্তে বছরের প্রথম দিনের সূর্যোদয়ের অপেক্ষায় বাঙালি চিত্ত অধীর হয়

আর সে সূর্য অতি সন্তর্পণে বসন্তের শেষ দিবসের কুহেলিকা ভেদ করে ১লা বৈশাখে তার হাসিরচ্ছটায় বাঙলার প্রকৃতিতে তার নবীন রূপ-রস-গন্ধ সুধা কানায় কানায় পূর্ণ করে তোলে নববর্ষ আমাদের জাতীয় উৎসব এটি ধর্ম বা সম্প্রদায়নির্ভর কোনো অনুষ্ঠান নয় এটি সব শ্রেণীর, সব গোত্রের সব অঞ্চলের সব স্তরের বাঙালির জাতীয় উৎসব তাই এই শুভ দিনে নজরবন্দির সকল পাঠক কে নজরবন্দির পক্ষ থেকে জানায় নতুন বছরের শুভেচ্ছা। আর আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আশা রাখি আগামী দিন গুলিও আপনাদের সঙ্গে পাব আমার। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.