Header Ads

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে কাটল জট, খুশি এই রাজ্যের কয়েক হাজার পড়ুয়া।

নজরবন্দি ব্যুরো: দূর-শিক্ষা নিয়ে যে সমস্যা তৈরি হয়েছিল আপাতত সেই জট কাটল। ইউজিসি জানিয়েছ, ন্যাকে ৩.২৬ নম্বর কম আছে, এমন বিশ্ববিদ্যালয়গুলি দূর-শিক্ষার কোর্স করাতে পারবে না। আর তাই নিয়ে জটিলতা তৈরি হয় রাজ্যের শিক্ষা-মহলে।
কল্যাণী, যাদবপুর, রবীন্দ্রভারতী সহ নানা বিশ্ববিদ্যালয়ের দূর-শিক্ষা বিভাগের পড়ুয়া ও রাজ্য সরকারের মধ্যেও উদ্বেগ বাড়ে। আর এই বিষয় নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করেন পড়ুয়ারা। আর তারি প্রেক্ষিতে পার্থ চট্টোপাধ্যায় গত ২৩ ফেব্রুয়ারি চিঠি লেখেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকরকে।

সেই চিঠির প্রেক্ষিতে জাভড়েকরের তরফে একটি চিঠি আসে ৫ই এপ্রিল। তাতে তিনি জানিয়েছেন পশ্চিমবঙ্গকে এ ব্যাপারে দ’বছর ছাড় দেওয়ার বিষয়ে জানানো হয়েছে।
ঘটনা হল, এই নিয়ম কার্যকর হলে রাজ্যের যে সব বিশ্ববিদ্যালয়গুলি দূর-শিক্ষার কোর্স করায়, তারা কেউ আর পড়াতে পারত  না। স্বাভাবিক ভাবে দু’বছর সময় পাওয়ায় কিছুটা হলেও চিন্তা কমল মনে করেন অনেকেই।
তবে এই বিষয়ে জাভড়েকর বলেছেন, শিক্ষার গুণগত মান ধরে রাখতেই ইউজিসি এই সিদ্ধান্ত । 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.