রূপান্তরকামীদের জন্য তৈরি হল বিশেষ স্কুল।
নজরবন্দি
ব্যুরোঃ উন্নয়নশীল পদক্ষেপ গৃহীত হল এবার পাকিস্তানে। রূপান্তরকামীদের জন্য প্রথম
স্কুল নির্মিত হল পাকিস্তানে। এক্সপ্লোরিং ফিউচার ফাউন্ডেশন নামে একটি
স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে তৈরি করা হয়েছে এই স্কুল।
এই স্কুলে
যে সমস্ত রূপান্তরকামী পড়ুয়ারা ভর্তি হবেন তাদের মূলত স্কিল বেসড শিক্ষা প্রদান
করা হবে যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারেন। কসমেটিক্স অ্যান্ড ফ্যাশন ডিজাইনিং,
এমব্রয়ডারি, স্টিচিং ইত্যাদি কোর্স করানো হবে এখানে। ছাত্রছাত্রীদের চাহিদার কথা
ভেবে পাঠ্যক্রম সাজানো হয়েছে এই স্কুলে।
Loading...
কোন মন্তব্য নেই