আবার রক্ত ঝরল বাম নেতার! রামচন্দ্র ডোমের পর এবার বাসুদেব আচারিয়া!!! কি হচ্ছে এসব?
নজরবন্দি ব্যুরোঃ পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নকে কেন্দ্র করে অশান্তি চালছে রাজ্য জুড়ে। গতকাল বীরভূমের নলহাটিতে আক্রান্ত হয়েছিলেন প্রাক্তন সিপিআইএম সাংসদ রামচন্দ্র ডোম৷ তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা তাঁকে গতকাল বেধড়ক মারধর করেছে বলে অভিযোগ ছিল৷
রক্তাক্ত রামচন্দ্র ডোমের ছবি বুঝিয়ে দিয়েছিল মোটেই শান্তিতে হচ্ছেনা নমিনেশন পর্ব। তাঁর পর ২৪ ঘন্টা কাটতে না কাটতেই আবার আক্রান্ত সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য ও প্রাক্তন সাংসদ বাসুদেব আচারিয়া৷ এবারেও অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে৷ আজ দুপুরে মিছিল করে পুরুলিয়ার কাশীপুর ব্লক অফিসে মনোনয়নপত্র দিতে যাচ্ছিল সিপিআইএম-এর সমর্থক-নেতা-কর্মীরা৷
সেখানেই ঘটে এই ঘটনা, কাশীপুরের বিধায়ক তথা ব্লক তৃণমূল সভাপতি স্বপন বেলথরিয়ার নেতৃত্বে এই হামলা হয়েছে বলে অভিযোগ। আক্রান্ত হন বাসুদেব। পাশাপাশি জখম হন সিপিআইএমের একাধিক কর্মী৷ বাসুদেব আচারিয়াকে পুরুলিয়ার দেবেন মাহাতো সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
রক্তাক্ত রামচন্দ্র ডোমের ছবি বুঝিয়ে দিয়েছিল মোটেই শান্তিতে হচ্ছেনা নমিনেশন পর্ব। তাঁর পর ২৪ ঘন্টা কাটতে না কাটতেই আবার আক্রান্ত সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য ও প্রাক্তন সাংসদ বাসুদেব আচারিয়া৷ এবারেও অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে৷ আজ দুপুরে মিছিল করে পুরুলিয়ার কাশীপুর ব্লক অফিসে মনোনয়নপত্র দিতে যাচ্ছিল সিপিআইএম-এর সমর্থক-নেতা-কর্মীরা৷
সেখানেই ঘটে এই ঘটনা, কাশীপুরের বিধায়ক তথা ব্লক তৃণমূল সভাপতি স্বপন বেলথরিয়ার নেতৃত্বে এই হামলা হয়েছে বলে অভিযোগ। আক্রান্ত হন বাসুদেব। পাশাপাশি জখম হন সিপিআইএমের একাধিক কর্মী৷ বাসুদেব আচারিয়াকে পুরুলিয়ার দেবেন মাহাতো সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
No comments