Header Ads

আধার সংযুক্তি নিয়ে কেন্দ্র কে তোপ সুপ্রিম কোর্টের!

নজরবন্দি ব্যুরোঃ প্রধান বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বে গঠিত ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চ বৃহস্পতিবার মোবাইল ফোনের সঙ্গে আধার সংযোগে কেন্দ্রের

নির্দেশিকাকে অর্থহীন বলে জানিয়ে দিলেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন কতিপয় জঙ্গিকে ধরতে দেশের ১২০ কোটি মানুষকে মোবাইল নম্বরের সঙ্গে আধার সংযুক্ত করতে বলা মুর্খতা। ব্যাঙ্কের অ্যাকাউন্ট এর সাথে আধার যুক্ত করার মামলারও শুনানি ছিল এইদিন। এ ব্যপারে কেন্দ্রকে প্রধান বিচারপতির প্রশ্ন,

''আপনাদের কি মনে হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্কে করালেই ব্যাঙ্ক দুর্নীতি রোখা সম্ভব? ব্যাঙ্ক কর্মীরা তো জানেন কাকে ঋণ দিচ্ছেন। সেক্ষেত্রে জেনেশুনে প্রতারকদের হাতে টাকা তুলে দিলে কীভাবে আধার তা রুখবে?'' সুপ্রিম কোর্টের এই বক্তব্যে আবার মোবাইল নম্বরের সঙ্গে আধার সংযোগের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠে গেল।

কেন্দ্রীও আইনজীবীর কাছে বিচারপতির প্রশ্ন, আপনাদের কী মনে হয় জঙ্গিরা আধার নিয়ে এসে সিমকার্ড কিনবে? তাহলে কেনও কতিপয় জঙ্গিকে ধরতে ১২০ কোটি মানুষ ভোগান্তির শিকার হবেন?

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.