কমনওয়েলথে আবার সোনা এলো ভারতের ঘরে সতীশের হাত ধরে।
নজরবন্দি ব্যুরোঃ ফের কমনওয়েলথে সাফল্য ভারতীয় ভারোত্তলকদের। আবার সোনা এলো ভারতের ঘরে। এবার সোনা জিতলেন সতীশ কুমার শিবলিঙ্গম।
পুরুষদের ৭৭ কেজি বিভাগে ভারোত্তোলনে সোনা পেলেন তামিলনাড়ুর সতীশ। তাঁর আগে আরও ২ জন এবছর ভারোত্তোলনে সোনা জয় করেছেন। সতীশ কুমার শিবলিঙ্গমকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
পুরুষদের ৭৭ কেজি বিভাগে ভারোত্তোলনে সোনা পেলেন তামিলনাড়ুর সতীশ। তাঁর আগে আরও ২ জন এবছর ভারোত্তোলনে সোনা জয় করেছেন। সতীশ কুমার শিবলিঙ্গমকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
No comments