Header Ads

বছরে ৮০ লাখ, হেনরি কিসেকার সঙ্গে চুক্তি পাকা করলো ম্যারিনার্সরা।

শুভব্রত মুখার্জি: আইলিগের অন্যতম সেরা বিদেশি হেনরি কিসেক্কাকে চূড়ান্ত করল সবুজ-মেরুন বাহিনী। হেনরির সাথে এক বছরের চুক্তি করছে মোহনবাগান।
বার্ষিক ৮০ লাখ টাকার চুক্তি হচ্ছে উগান্ডার স্ট্রাইকারের সঙ্গে । আইলিগ মরশুমের মাঝপথে গোকুলাম এফসিতে যোগ দেন তিনি।সুপার কাপেও ৩ গোল করেছেন তিনি।
মোহনবাগান আক্রমনে ডিকা আর হেনরির উপস্থিতি সবুজ-মেরুন সমর্থকদের জন্য খুশির খবর।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.