Header Ads

কোন বিরোধী দল পারেনি! পারল ভাঙড়ের জমি রক্ষা কমিটি। খুলে গেল মনোনয়নের নতুন পথ।

নজরবন্দি ব্যুরোঃ পশ্চিমবঙ্গে অভূতপুর্ব অবস্থা নির্বাচন কে ঘিরে। গতকাল রাতে মনোনয়ন পেশের সময়সীমা বাড়ানোর নির্দেশিকা আজ সকালেই প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন! অন্যদিকে সুপ্রিমকোর্ট বিজেপির আবেদন খারিজ করেছে এমন অবস্থায় কলকাতা হাইকোর্ট দিল নজিরবিহীন নির্দেশ।

হাইকোর্টের নির্দেশে এই প্রথমবার ভাঙড়ের জমি রক্ষা কমিটিও অংশ নিচ্ছে পঞ্চায়েত নির্বাচনে!! গতকাল জমিরক্ষা কমিটির তিনজন প্রার্থী সরাসরি নির্বাচন কমিশনে গিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। জমিরক্ষা কমিটি অভিযোগ করেছিল তাঁদের মনোনয়ন পেশে বাধা দিচ্ছে প্রশাসন এবং শাসক দল। বিডিও অফিসে নোমিনেশন জমা দিতে গিয়ে হেনস্থা হতে হয় তাঁদের!

তাঁরা ১৪৪ ধারা ভঙ্গ করেছে বলে মারধর করে নথিপত্র কেড়ে নেওয়া হয়। এই অবস্থায় তাঁরা মামলা করে কলকাতা হাইকোর্টে, এই মামলায় হাইকোর্ট নির্দেশ দেয় কোনও ইচ্ছুক প্রার্থীকেই বঞ্চিত করা যাবে না। সুপ্রিম কোর্টের নির্দেশও তাই বলছে।শুভেন্দু গড়ে বড় ধাক্কা! সব আসনে প্রার্থী দিতে পারল না তৃণমূল!!!! #Exclusive আর কার্যকর করতে হবে নির্বাচন কমিশনকে। তাঁর পরেই গতকাল জমিরক্ষা কমিটির তিন প্রার্থী সুলতান হোসেন মোল্লা, মহম্মদ আজিজুল মোল্লা ও চালেয়ারা বিবি মোল্লা মনোনয়ন পেশ করেন নির্বাচন কমিশনে গিয়ে।


এই রায় ভারতবর্ষের নির্বাচনের ক্ষেত্রে একটা দৃষ্টান্ত । ভবিষ্যতে এই নির্দেশ কাজে লাগাতে পারবে যেকোনো বিরোধীদল। জমিরক্ষা কমিটির এই প্রাপ্তিতে রাজ্য জোর ধাক্কা খেল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.