Header Ads

প্রাক পঞ্চায়েত তৃণমূল-সন্ত্রাসের জের! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বাম কর্মী।

নজরবন্দি ব্যুরোঃ পঞ্চায়েত ভোট উপলক্ষে রাজ্য জুড়ে চলছে সন্ত্রাস-উৎসব। বিরোধীদের মনোনয়ন পত্র জমা দিতে বাঁধা দিচ্ছে শাসক দলের ঠ্যাঙারে বাহিনী। জেলায় জেলায় আক্রান্ত হচ্ছেন বিরোধী নেতারা। কখনো দা-তরোয়াল-ছুরি, আবার কখনো বোমা-গুলি নিয়ে বিরোধীদের ওপর চড়াও হচ্ছে তৃণমূল আশ্রিত গুণ্ডারা।
তৃণমূলী গুণ্ডাদের হাতে ফের আক্রান্ত হলেন সিপিআইএম কর্মী হীরু লেট। দুষ্কৃতীদের ছোঁড়া বোমার আঘাতে গুরুতর আহত ওই বাম কর্মী। সূত্রের খবর, তাঁকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে।

নির্বাচনের আগে এই অশান্ত পরিস্থিতিতে কি করছে প্রশাসন? প্রশ্ন তুলেছেন বাম নেতৃত্ব। আজকে তৃণমূলের হাতে আক্রান্ত হয়েছেন প্রাক্তন বাম বিধায়ক রামচন্দ্র ডোম। একের পর এক বিরোধী নেতা কর্মীরা শাসক দলের সন্ত্রাস কবলিত। এর প্রতিবাদে আজ আসানসোলে পথ অবরোধ করে সিপিআইএম।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.