সাজা পেয়ে ভাইজান গেলেন তাঁর পুরনো জেলেই। পাশে পাবেন ধর্ষক আশারাম বাপুকে।
নজরবন্দি ব্যুরোঃ কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় সাজাপ্রাপ্ত অভিনেতা সলমন খান ফিরলেন তাঁর পুরনো জেল যোধপুরে। কারণ, এই একই মামলায় ১৯৯৮, ২০০৬ এবং ২০০৭ এ তিনি মোট ১৮ দিন যোধপুরের এই সেন্ট্রাল জেলে ছিলেন।
যোধপুরের ডিআইজি(জেল) বিক্রম সিং জানিয়েছেন, বিশেষ নিরাপত্তা দেওয়া হবে সলমন খানের ওয়ার্ডে। তবে তিনি বাড়তি কোনো সুবিধা পাবেন না। কিন্তু যোধপুর সেন্ট্রাল জেলে যে ওয়ার্ডে থাকবেন সল্লুভাই সেই ওয়ার্ডেই আছে ধর্ষণের দায়ে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামী আশারাম বাপু।
প্রসঙ্গত, প্রায় দুই দশকের পুরনো কৃষ্ণসার হত্যা মামলায় পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে সলমনের। তাই জামিন না পাওয়া পর্যন্ত তাঁকে থাকতে হবে যোধপুরের সেন্ট্রাল জেলেই।
যোধপুরের ডিআইজি(জেল) বিক্রম সিং জানিয়েছেন, বিশেষ নিরাপত্তা দেওয়া হবে সলমন খানের ওয়ার্ডে। তবে তিনি বাড়তি কোনো সুবিধা পাবেন না। কিন্তু যোধপুর সেন্ট্রাল জেলে যে ওয়ার্ডে থাকবেন সল্লুভাই সেই ওয়ার্ডেই আছে ধর্ষণের দায়ে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামী আশারাম বাপু।
প্রসঙ্গত, প্রায় দুই দশকের পুরনো কৃষ্ণসার হত্যা মামলায় পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে সলমনের। তাই জামিন না পাওয়া পর্যন্ত তাঁকে থাকতে হবে যোধপুরের সেন্ট্রাল জেলেই।
No comments