Header Ads

পশ্চিমবঙ্গ থ্রোবল এসোসিয়েশনের উদ্যোগে রাজ্যজুড়ে নতুন প্রতিভার খোঁজ।

শুভব্রত মুখার্জিঃ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে নতুন প্রতিভা অন্বেষণের এক রাজসূয় কর্মযজ্ঞ শুরু করেছে জেনারেল সেক্রেটারি ভূদেব মুখোপাধ্যায়ের "নেতৃত্বাধীন" পশ্চিমবঙ্গ থ্রোবল এসোসিয়েশন। ইতিমধ্যেই মার্চ মাসে মালদার বুকে কয়েকশো অনুর্ধ্ব-১৫ ছেলে মেয়েকে নিয়ে অনুষ্ঠিত হয়েছিল ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম।

এই উদ্দেশ্যেই সম্প্রতি দ: কলকাতায় বেহালার সরশুনা উচ্চ বিদ্যালয়ের মাঠে পশ্চিমবঙ্গ থ্রোবল এসোসিয়েশনের নিয়ন্ত্রাধীন পশ্চিম কলকাতা এবং দ:কলকাতা থ্রোবল এসোসিয়েশনের উদ্যোগে অনুর্ধ্ব-১৫ প্রায় ২০০ জন ছেলে মেয়েকে নিয়ে অনুষ্ঠিত হয়েছিল ট্যালেন্ট হান্ট অনুষ্ঠান। থ্রোবল ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রসিদ্ধ প্রশিক্ষক দেবিন্দর রায়, সুব্রত
দত্ত, মহাদেব বিশ্বাস,ডালিয়া খাতুনদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। পরবর্তী সময়ে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার,পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে ও অনুষ্ঠিত হবে এই ট্যালেন্ট সার্চ।

এছাড়াও পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলোতে ও থ্রোবল এসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হবে এই প্রোগ্রাম। ১০ই মার্চ থেকে মধ্যপ্রদেশের ভোপালে শুরু হতে চলা সাব জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে অংশ নেবে পশ্চিমবঙ্গের সাব জুনিয়র থ্রোবল দল ( ছেলে মেয়ে উভয়েই)। পশ্চিমবঙ্গ থ্রোবল এসোসিয়েশনের জেনেরাল সেক্রেটারি ভূদেব মুখোপাধ্যায় জানান " বর্তমানে ১৫টি জেলার থ্রোবল এসোসিয়েশন স্টেট লেবেল থ্রোবল চ্যাম্পিয়নশিপের বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণ করে। রাজ্যের প্রত্যেকটি জেলায় এই খেলাটিকে ছড়িয়ে দিয়ে নতুন নতুন প্রতিভাদের তুলে এনে জাতীয় এবং আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরাই আমাদের লক্ষ্য।"
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.