মানবিক কর্তব্য পালনে বি.এস.এফ-এর ১২২ নং ব্যাটালিয়ন।
নজরবন্দি,বালুরঘাটঃ শুধুমাত্র
দেশের সীমান্তরক্ষার দায়িত্ব পালন করাই নয় সীমান্ত লাগোয়া বসবাসকারী মানুষদের পাশে
থেকেও সর্বত্র নিজেদের মানবিক কর্তব্যকে পালন করে চলেছে বি.এস.এফ।
রবিবার ছিল বি.এস.এফ-এর
১২২ নং ব্যাটালিয়নের প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের ডাকুহারা বি.এস.এফ পোস্টে বি.এস.এফ-এর ১২২ নং ব্যাটালিয়নের পক্ষ থেকে গত কাল একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং স্থানীয় গ্রামবাসীদের মধ্যে জামাকাপড় বিতরণ করা হয়। এদিন অনুষ্ঠানটির উদ্বোধন করেন বি.এস.এফ-এর ১২২ নং ইউনিট ওয়েলফেয়ার সেন্টার-এর সভাপতি রেখা কান্ডারী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বি.এস.এফ-এর কর্তা ব্যক্তিরা। এদিন
অনুষ্ঠানে ১০০ মহিলা, ৪০ জন পুরুষ এবং ৩৫ জন শিশুকে জামাকাপড় প্রদান করা হয় বি.এস.এফ-র
পক্ষ থেকে।
Loading...
কোন মন্তব্য নেই