Header Ads

নির্বাচনের মুখে শিক্ষকদের বেতন বৈষম্য নিয়ে চাপে কমিশন। বিতর্কে তৃণমূল শিক্ষা-সেলের নেতারা।

নজরবন্দি ব্যুরো: রাজ্যের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের বেতন সহ একাধিক সুযোগ সুবিধা সংক্রান্ত বিষয়গুলি বুধবার পে-কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকারের কাছে জানতে চাইলেন তৃণমূল শিক্ষা-সেলের নেতারা।
বিকাশ ভবনে তৃণমূল শিক্ষা-সেলের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নির্মাল্য দাস ও সম্পাদক গৌরাঙ্গ চৌহান। গৌরাঙ্গ-বাবু বলেন, পে কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকার শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের বিভিন্ন দাবিদাওয়া গুরুত্ব দিয়ে শুনেছেন।

শিক্ষক ও প্রাথমিক শিক্ষকদের দীর্ঘদিনের বেতন বঞ্চনা বিগত পে কমিশনের জন্য হয়েছে তাও তুলে ধরা হয়েছে ওই দিন।
সমযোগ্যতা ও সমকাজ হওয়া সত্ত্বেও মাদ্রাসার প্রাথমিক শিক্ষকরা ও কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয়র শিক্ষকেরা কিভাবে বেশি বেতন পাচ্ছেন তাও জানতে চান তিনি।

যদিও এসএসকে,এমএসকে ও পার্শ্বশিক্ষকদের বেতন সংক্রান্ত কোনও বিষয় পে কমিশনের কাছে তুলে ধরেননি সংগঠনের নেতৃত্ব। কেন তাঁরা তুলে ধরলেন না, তা নিয় বিতর্ক তৈরি হয়েছে শিক্ষকদের একাংশের মধ্যে।

1 comment:

  1. news ta kothai pelen????গাঁজাখুরি গল্প বানান কেন????৮২৫০৬৯৬২৯৫ এই নাম্বারে কল করুন। সব ডিটেলস দিতে পারি। দয়া করে শিক্ষকদের আবেগ নিয়ে খেলবেন না

    ReplyDelete

Theme images by lishenjun. Powered by Blogger.