Header Ads

মোটোরোলা দিচ্ছে অবিশ্বাস্য ছাড়! যা কোনোদিন দেয়নি। আজই শেষ দিন

নজরবন্দি ব্যুরোঃ বিষয়টা মোটোরোলার ৪৫তম বার্ষিকী উদযাপন! যা কি না ঘটা করে পালন করছে অ্যামাজন সংস্থা! ফলে, আপাতত অবিশ্বাস্য কম দামে যে
স্মার্টফোনগুলো গ্রাহকের হাতে তুলে দিতে বদ্ধপরিকর হয়েছে সংস্থা, তার সবকটাই মোটোরোলা-র! বাছাবাছির সুযোগ কেবল রয়েছে ফোনের মডেলের ক্ষেত্রে! অ্যামাজন তাদের এই বিশেষ ছাড়ের মোটোরোলার যে স্মার্টফোনগুলোকে রেখেছে, সেগুলো হল- মোটো জি৫, মোটো জি৫ প্লাস, মোটো জি৫এস, মোটো জি৫এস প্লাস এবং মোটো জেড২ প্লে।সঙ্গে রয়েছে এক্সচেঞ্জ অফার-ও! অ্যামাজন জানিয়েছে, গ্রাহকের পুরনো স্মার্টফোনের উপরে ভিত্তে করে ১২,৩৯৮ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে!

এ ছাড়া রয়েছে অ্যাক্সিস, সিটিব্যাঙ্ক, এইচডিএফসি, আইসিআইসিআই, ইন্ডাসইন্ড, কোটাক মাহিন্দ্রা, আরবিএল, এসবিআই, এই অফারের সময়সীমা স্রেফ বুধবার পর্যন্তই! শুরু হয়েছে মঙ্গলবার থেকে!স্ট্যান্ডার্ড চার্টার্ড এবং ইয়েস ব্যাঙ্কের মাধ্যমে এএমআই-এর সুবিধাও! তবে অফার সুধু আজ বুধবার পর্যন্ত।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.