মোটোরোলা দিচ্ছে অবিশ্বাস্য ছাড়! যা কোনোদিন দেয়নি। আজই শেষ দিন
স্মার্টফোনগুলো গ্রাহকের হাতে তুলে দিতে বদ্ধপরিকর হয়েছে সংস্থা, তার সবকটাই মোটোরোলা-র! বাছাবাছির সুযোগ কেবল রয়েছে ফোনের মডেলের ক্ষেত্রে! অ্যামাজন তাদের এই বিশেষ ছাড়ের মোটোরোলার যে স্মার্টফোনগুলোকে রেখেছে, সেগুলো হল- মোটো জি৫, মোটো জি৫ প্লাস, মোটো জি৫এস, মোটো জি৫এস প্লাস এবং মোটো জেড২ প্লে।সঙ্গে রয়েছে এক্সচেঞ্জ অফার-ও! অ্যামাজন জানিয়েছে, গ্রাহকের পুরনো স্মার্টফোনের উপরে ভিত্তে করে ১২,৩৯৮ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে!
এ ছাড়া রয়েছে অ্যাক্সিস, সিটিব্যাঙ্ক, এইচডিএফসি, আইসিআইসিআই, ইন্ডাসইন্ড, কোটাক মাহিন্দ্রা, আরবিএল, এসবিআই, এই অফারের সময়সীমা স্রেফ বুধবার পর্যন্তই! শুরু হয়েছে মঙ্গলবার থেকে!স্ট্যান্ডার্ড চার্টার্ড এবং ইয়েস ব্যাঙ্কের মাধ্যমে এএমআই-এর সুবিধাও! তবে অফার সুধু আজ বুধবার পর্যন্ত।
Loading...
কোন মন্তব্য নেই