Header Ads

নারাইনের ব্যাটিং ঝড়ে ঘরের মাঠে জয় দিয়ে শুরু নাইটদের।

শুভব্রত মুখার্জি,নজরবন্দিঃ ইডেনে টস জিতে প্রথমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ব্যাট করতে পাঠান কেকেআর অধিনায়ক দীনেশ
কার্তিক। ৪ রানে কুইন্টন ডি'কককে ফেরান পীযুষ চাওলা। ব্র্যান্ডন ম্যাককালাম ২৭ বলে ৪৩ রান করেন। বিরাট কোহলি ৩৩ বলে করলেন ৩১ রান। এবি ডিভিলিয়ার্সকে ২৩ বলে ৪৪ রান করলেন। নীতীশ রানা এক ওভারে বিরাট এবং ডিভিলিয়ার্সের উইকেট তুলে নেন তিনি। মনদীপ সিং ১৮ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন। ৭ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৭৬ রান তোলে বিরাট কোহলিরা।বিনয় কুমার এবং নীতীশ রানা ২টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে সুনীল নারাইনের ১৯ বলে ৫০ রানের ইনিংস কেকেআরকে অনবদ্য

স্কার্ট দিলেও উমেশ যাদব পরপর ২টি উইকেট নিয়ে নাইটদের কিছুটা ব্যাকফুটে ঠেলে দেন।এরপর নীতিশ রানার ৩৪ রানের ইনিংস ফের কেকেআরকে ম্যাচে ফেরায়। আইপিএলে প্রথম ম্যাচ খেলতে নামা রিঙ্কু সিংকে মাত্র ৬ রানে প্যাভিলিয়নে ফেরান ক্রিস ওকস। দীনেশ কার্তিক ( ৩৫* ) এবং আন্দ্রে রাসেল ( ১৫ ) কলকাতাকে সহজ জয় এনে দেন। মিড অনের উপর দিয়ে ৪ মেরে দলকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেন বিনয় কুমার।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.