Header Ads

বেকারদের চাকরি দিতে অস্বীকার ত্রিপুরার মুখ্যমন্ত্রীর। বিজেপির নির্বাচনী 'প্রতিশ্রুতি' কতটা ভরসাযোগ্য?

নজরবন্দি ব্যুরোঃ কিছুদিন আগেই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন হয়। আর সেখানে দীর্ঘ বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। ত্রিপুরায় ক্ষমতায় আসার আগে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। কিন্তু ক্ষমতায় আসতেই তা অস্বীকার করতে শুরু করেছে পদ্ম শিবির, অভিযোগ সাধারণ মানুষের।
ক্ষমতায় আসার আগে নির্বাচনী প্রচারে একাধিক প্রতিশ্রুতি দেয় বিজেপি। তখন বলা হয়, রাজ্যবাসী যদি ভোট দিয়ে বিজেপিকে সরকার গঠনে সাহায্য করে তাহলে দলও তাদের প্রত্যাশা পূরণ করবে। সেই মতো রাজ্যবাসী কথা রাখলেও গদিও বসেই সমস্ত ভুলে গেল গেরুয়া শিবির। ক্ষমতায় এসে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দাস স্পষ্ট জানিয়ে দিলেন, বেকারদের চাকরি দেবে না বিজেপি সরকার। কারণ, সেরকম কোনো প্রতিশ্রুতি নাকি বিজেপি দেয়নি।

নির্বাচনী প্রচারে ত্রিপুরাবাসীর জন্য সপ্তম বেতন কমিশন সহ একাধিক সুবিধা প্রদানের কথা বলে গেরুয়া দলের নেতারা। এখন যদি বলা হয় যে এরকম কোনো প্রতিশ্রুতিই দেওয়া হয়নি তাহলে প্রশ্ন ওঠে, কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তাহলে সাধারণ মানুষের জন্য? যে রাজ্যে ৫৪ শতাংশ বাসিন্দার বয়স ২৫ বছরের নিচে এবং যেখানে বেকারের সংখ্যা প্রায় ৭ লক্ষ ছাড়িয়ে যায় সেখানে সাধারণ মানুষের কাছে বেকারত্বের চেয়ে বড় সমস্যা আর কি হতে পারে? সেই সমস্যা সমাধানের পথে না হেঁটে সাফ জানিয়ে দিয়েছে বিজেপি, সমস্ত বেকারদের চাকরি দেওয়া কোনোমতেই সম্ভব না। তবে সরকার প্রতি বাড়ির একজনকে চাকরি দেওয়ার চেষ্টা করবে।

ত্রিপুরায় বিজেপির এই রকম প্রতিক্রিয়ার পর এরাজ্যেও একটি প্রশ্ন প্রকট হতে শুরু করেছে। পশ্চিমবঙ্গেও সাধারণ মানুষের উদ্দেশ্যে বিজেপির আবেদন, ক্ষমতায় এলে রাজ্যবাসীর সমস্ত সমস্যার সমাধান করবে তাদের দল। এই প্রতিশ্রুতিও কতটা ভরসা যোগ্য সেই প্রশ্ন উঠে আসছে। আর এই প্রশ্ন যে পঞ্চায়েত ভোটে বিজেপির ভোটব্যাঙ্কে প্রভাব ফেলবে তা বলার অপেক্ষা রাখে না।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.