আজও তিনি কমিউনিস্ট, মানুষের জন্যেই! ক্যান্সার আক্রান্ত শুক্লাদেবীর পাশে ঋতব্রত।
নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের
মানুষের পাশে দাঁড়িয়ে একাধিক বার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ঋতব্রত
বন্দ্যোপাধ্যায়। তাঁর এই পরিচিত রূপ দেখেছেন রাজ্যবাসী। আরও একবার একই ভাবে
ক্যান্সার আক্রান্ত মহিলার পাশে দাঁড়িয়ে তাকে আর্থিক সাহায্য করলেন ঋতব্রত।
কল্যানীর বাসিন্দা শুক্লা
মজুমদার ক্যান্সার আক্রান্ত। তার অসুস্থতার খবর সাংসদের কাছে পৌঁছতেই বিষয়টি নিয়ে
চিন্তিত হয়ে পড়েন ঋতব্রত। আর্থিক সাহায্যের জন্য চেষ্টা শুরু করেন সাংসদ।
এরপরেই প্রধানমন্ত্রী ন্যাশনাল রিলিফ ফান্ড থেকে ১ লক্ষ ২৫ হাজার টাকা চিকিৎসার
জন্য শুক্লা দেবীর হাতে তুলে দেন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
একসময়ের কমিউনিস্ট ভাবধারায় দীক্ষিত ঋতব্রত
বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দলটি থেকে অনেকটাই দূরে। কিন্তু মানুষের পাশে দাঁড়ানো
সেই চেনা ঋতব্রতকে আজও হারায়নি রাজ্যবাসী। শুক্লা দেবীর পাশে দাঁড়ানো প্রসঙ্গে
নজরবন্দির প্রতিনিধি তাঁকে প্রশ্ন করলে তিনি বলেন, "রঙ না দেখে বাংলার মানুষের পাশে দাঁড়ানোই সবথেকে বড় আদর্শ বলে আমি মনে করি। আমার যতটুকু ক্ষমতা তা দিয়ে মানুষের পাশে থাকাই আমার রাজনীতি!" তিনি আরও জানান, একজন সাহায্য প্রার্থীকে সাহায্য করতে পেরে তিনি আনন্দিত। শুক্লা মজুমদারের 'দ্রুত আরোগ্য' কামনা করেছেন তিনি।
Loading...
কোন মন্তব্য নেই