শিশুদের ধর্ষণের ক্ষেত্রে আসছে কঠোর আইন। অপেক্ষা রাষ্ট্রপতির সম্মতির।
নজরবন্দি
ব্যুরোঃ কাঠুয়া, উন্নাও-সহ এই মুহূর্তে একাধিক ধর্ষণের ঘটনায় দেশ এখন তোলপাড়। আর ঠিক
এই সময়ই শিশুদের ধর্ষণের ক্ষেত্রে ফাঁসির সাজাতে অনুমোদন দিল কেন্দ্র। এদিন এই ব্যাপারে অর্ডিন্যান্স জারিতে মত দিল
কেন্দ্র। অর্ডিন্যান্স এ বলা হয়েছে ১২বছর বা তার কম বয়স্ক শিশুদের ধর্ষণের ক্ষেত্রে ফাঁসির সাজা
হবে অপরাধীর।এছারও বেশ কিছু কথা বলা হয়েছে এই অর্ডিন্যান্সে।
যেমন ধর্ষণের মামলা খুব দ্রুত, চার মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে, নাবালক অভিযুক্তরা অন্তর্বর্তীকালীন জামিন যাতে না পায় সেটাও নিশ্চিত করতে হবে। সূত্রের খবর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সম্মতি জানালেই অর্ডিন্যান্স জারি হয়ে যাবে।
Loading...
কোন মন্তব্য নেই