Header Ads

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেও বারাবনি বিধানসভা এলাকায় বিরোধীদের উড়িয়ে দিল তৃনমূল!


নিজস্ব সংবাদদাতা,  আসানসোলঃ শনিবার ছিল আসন্ন পঞ্চায়েত ভোটের রাজ্যের কুড়িটি জেলায় মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন৷ফলে সপ্তাহের শেষ দিন হলেও জেলার সমষ্টি দপ্তরগুলিতে প্রশাসনের পক্ষ থেকে জোর তৎপরতা লক্ষ করা গেছে৷নতুন জেলা পঃ বর্ধমানের বারাবনি বিধান সভার সমষ্টি দপ্তর গুলিতেও সেই একই ছবি ধরা পড়েছে৷

বারাবনি বিধান সভা এলাকায় সালানপুর ও বারাবনি দুটি ব্লকে মোট ১৮৮টি জিপি(গ্রাম পঞ্চায়েত)৷যার মধ্যে সালানপুর ব্লকে রয়েছে ৯৬টি জিপি৷স্বাধীনতা পরবর্তী সময় থেকেই সালানপুর বাম অধ্যুষিত অঞ্চল বলে পরিচিত হলেও,এবারের পঞ্চায়েত নির্বাচনে মাত্র ৫৫টি আসনে তারা প্রার্থী দিতে পারে৷তবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তা কমে গিয়ে দাঁড়ায় ৩৬টি আসনে৷পাশাপাশি এই ব্লকে ২৩টি জেলা সমিতির আসনের ১৭টিতে সিপিএম প্রার্থী দিলেও মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে কমে দাঁড়ায়১০টি আসন৷
তবে শাসক দলের সব আসনে প্রার্থী থাকায় সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের ৩৬টি আসন ও সমিতির ১০টি আসনে আগামী ১৪ই মে নির্বাচন হতে চলেছে৷অন্যদিকে বারাবনি ব্লকে শেষ খবর পাওয়া পর্যন্ত তৃণমূলেরই জয়জয়াকার৷তৃণমূলের ব্লক সভাপতি অসিত সিং জানিয়েছেন, ৯২টি পঞ্চায়েতের মাত্র ১৮টিতে বিরোধীরা প্রার্থী পদ বজায় রেখেছেন৷এমনকি ২১টি জেলা সমিতির আসনের মধ্যে মাত্র চারটিতে বিরোধীরা লড়াই করবেন৷ https://youtu.be/j0g2aVY4Eh0
স্বভাবতই বারাবনি ব্লক বিরোধীশূন্য হয়ে পড়া নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি জানান,তারা কোনো প্রকার চাপের রাজনীতি করেননি৷সবাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উন্নয়নের যজ্ঞে সামিল হতে চেয়েছেন৷তাই তারা নিজেদের ভুল বুঝতে পেরে মনোনয়ন প্রত্যাহার করেছেন৷
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.