Header Ads

দুর্ঘটনার কবলে রাহুল গান্ধীর বিমান। ষড়যন্ত্রের ইঙ্গিত দিলেন কংগ্রেস নেতা।


নজরবন্দি ব্যুরোঃ দিল্লি থেকে কর্ণাটক যাওয়ার পথে বড়সড় দুর্ঘটনার কবলে পড়লো কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিমান। কর্নাটকের হুবলি বিমানবন্দরে অবতরণের আগে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে রাহুলের বিমান। অবশেষে শেষ রক্ষা করা সম্ভব হয়। বহু চেষ্টার পর নিরাপদে অবতরণ করানো হয় বিমানটিকে।
আর কিছুদিনের মধ্যেই কর্ণাটকে বিধানসভা ভোট। সে কারণে কর্ণাটকের কোদাগু, উত্তর কানাড়া, দক্ষিণ কানাড়া, মাইসোরের বিভিন্ন এলাকায় দলের কর্মীদের হয়ে প্রচারে যাচ্ছিলেন রাহুল গান্ধী। চার্টার্ড বিমানে ছিলেন তিনি। হঠাৎই তাঁর বিমানটি তীব্র বেগে নিচে নেমে যেতে থাকে। প্রবল কম্পন শুরু হয় বিমানে। অবশেষে কোনো মতে মাটি ছোঁয় বিমান। এই ঘটনার পেছনে চক্রান্তের গন্ধ পাচ্ছেন কংগ্রেস নেতারা। তাদের দাবি, পরিষ্কার আবহাওয়া এবং হাওয়ার গতিবেগ স্বাভাবিক থাকার পরেও এইরকম ঘটনা কি করে ঘটে। বিমানটিতে নিশ্চয়ই আগে থেকে কোনো ত্রুটি ঘটিয়ে রাখা হয়েছিল। এর পেছনে গভীর ষড়যন্ত্র আছে, দাবি কৌশল বিদ্যার্থীর। এবিষয়ে পুলিশে অভিযোগ দায়ের করে পূর্ণাঙ্গ তদন্ত করার কথা বলেছেন কংগ্রেস নেতারা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.