Header Ads

২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপির চমক ফুটবলার ভাইচুং ? জল্পনা তুঙ্গে।

নজরবন্দি ব্যুরো: জল্পনার অবসান ঘটতে চলেছে। তৃণমূল কংগ্রেস ছাড়ার পর তাঁকে নিয়ে নানান জল্পনা চলছিল। মাঝে শোনা গিয়েছিল তিনি হয়তো তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন। আবার এমনও শোনা গিয়েছিল তিনি সিকিমে নিজস্ব এক আঞ্চলিক দল গঠন করতে পারেন। তিনি হলেন ভাইচুং ভুটিয়া। 

কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ছিলেন দেশের প্রাক্তন ফুটবল অধিনায়ক ভাইচুং ভুটিয়া। ফিফার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের আগেই তিনি মোদীর প্রশংসায় বলেছিলেন, “খেলাধুলায় দেশের প্রধানমন্ত্রী যে ভাবে উৎসাহ প্রদান করে চলেছেন, তা তাঁর প্রতি শ্রদ্ধা বাড়িয়ে দিয়েছে।” কয়েক দিন আগে গুজরাতের একটি অনুষ্ঠানে মোদীর সঙ্গে দেখা হয় ভাইচুংয়ের। মোদীও প্রকাশ্যে ভাইচুংয়ের প্রশংসা করেন। শোনা যায়, এর পর তাঁরা দু’জনে একান্তে বৈঠক করেন।
আর এর পরে থেকে রাজনৈতিক মহলের একটা বড় অংশের ধারনা ভাইচুং বিজেপিতে যোগ দিতে পারেন। সূত্রের দাবি, সামনেই অর্থাৎ ২০১৯ সালে লোকসভা নির্বাচন। যদি ভাইচুং  বিজেপিতে যোগ দেয়, তাহলে তিনি পাহাড় থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে জানা গিয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.