লড়াই তৃণমূল বনাম তৃণমূল! পঞ্চায়েতে মনোনয়ন প্রত্যাহারের জুলুম, অশান্তিতে মৃত ১।
নজরবন্দি ব্যুরোঃ জোর করে মনোনয়ন প্রত্যাহার
করানো নিয়ে অশান্তি। আর তার জেরে বোমার আঘাতে মৃত এক ব্যক্তি। মৃতের নাম রমজান
মোল্লা। পূর্ব বর্ধমানের ভাতার এলাকার ঘটনা। তবে তফাত একটাই। এক্ষেত্রে অশান্তি
শাসক-বিরোধী নয়, বরং শাসক বনাম শাসকের।
পূর্ব বর্ধমানের ভাতারের ১০৩ নং গ্রাম সংসদ
আসনে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন সান্তনা বেগম। তার বিপক্ষে নির্দল হিসেবে
দাঁড়িয়েছেন বিক্ষুব্ধ তৃণমূল সামিমা খাতুন। এই সামিমা খাতুনকে সমর্থন করার কারণেই
গোষ্ঠীদ্বন্দ্বের জেরে প্রাণ হারাতে হল রমজান মোল্লাকে।
স্থানীয় সূত্রে খবর, তৃণমূল নেতা মানগোবিন্দ
অধিকারির ঘনিষ্ঠ ব্যক্তি হলেন রমজান মোল্লা। এদিকে সান্তনা বেগম বনমালী হাজরার
গোষ্ঠীর। বেশ কিছুদিন ধরেই অশান্তি চলছিল বনমালী এবং মানগবিন্দের গোষ্ঠীর মধ্যে। সামিমা
খাতুন নির্দল প্রার্থী হিসেবে পঞ্চায়েত ভোটে দাঁড়ালে মানগোবিন্দ ঘনিষ্ঠ রমজান
মোল্লা তাকে সমর্থন করে। এর ফলেই ঘটে বিপত্তি। আজ সকালে বাড়ি ফেরার সময় রমজান
মোল্লাকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খবর পেয়ে সেখানে
পৌঁছয় ভাতার থানার পুলিশ।
Loading...
কোন মন্তব্য নেই