Header Ads

জাতি ধর্ম দলমত নির্বিশেষে শান্তির শপথ নিয়ে জোট বাঁধলেন রানিগঞ্জের সাধারণ মানুষ৷ Exclusive

নজরবন্দি ব্যুরো, আসানসোলঃ—রাম নবমীর মিছিল কে ঘিরে শহর রানিগঞ্জে অশান্তির পরিবেশ তৈরী হলে,পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷বেশ কিছু দোকান পাট সহ বাজার এলাকা ও সাধারণ মানুষ ক্ষয়-ক্ষতির শিকার হয়৷

শেষ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক করতে ১৪৪ধারা জারি করা হয়৷বিগত দুদিন ধরে বাজার হাট ও যান চলাচল বন্ধ থাকার পর স্বাভাবিক পরিস্থিতি ফিরে পেতে চাইছে শহর৷সেই অনুসারে বুধবার রানিগঞ্জের সমস্ত মানুষ সমবেত ভাবে শান্তির বার্তা নিয়ে শহর জুড়ে মিছিল করে৷

যে মিছিলে এসে যোগদেন আসানসোলের মহানাগরিক জীতেন্দ্র তিওয়ারী মহাশয়৷শান্তির মিছিল শেষে তিনি বাজার অঞ্চলের ভষ্মীভূত অংশ গুলি পরিদর্শন করে পরিকল্পনামাফিক নতুন করে দ্রুত সাজিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন৷পাশাপাশি সাধারণ মানুষকে সোস্যাল সাইটে গুজব ছড়ানো থেকে দূরে থাকতে অনুরোধ করেন৷


Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.